‘আল্লাহ্’ লেখা ছাগলটির দাম কোটি টাকা !

সন্ধান২৪.কমঃ নাসুদ-নুসুদ  দেখতে বেশ বড়সড় একটা ছাগল। সেই ছাগলের দাম কিনা এক কোটি চাইলেন চাইলেন ছাগলের মালিক ! যা শুনে অনেকের চোখ কপালে উঠলেও এই ছাগলের জন্য ৫১ লাখ পর্যন্ত দিতে রাজি ছিলেন ক্রেতা।

এখন সবার মনে  প্রশ্ন উঠতে পারে কী বিশেষত্ব ওই ছাগলের, যার জন্য পুরো এক কোটি রুপি দাম চাইছেন বিক্রেতা।

জানা গেছে, ভারতের মহারাষ্ট্রের ওই ছাগলের শরীরে জন্ম থেকেই আরবি ভাষায় ‘আল্লাহ্’ লেখার মতো চিহ্ন আছে। এই বিশেষ চিহ্নের জন্য ছাগলটিকে ১ কোটি ৭৮৬ রুপিতে বিক্রি করতে চেয়েছিলেন এর মালিক। তবে ক্রেতারা ৫১ লাখ রুপির বেশি দিতে রাজি না হওয়ায় টাইগার নামের ছাগলটিকে ফিরিয়ে নিয়ে গেছেন তারা।

ছাগলটি আকারে বেশ বড় আর স্বাস্থ্যবান। অন্তত দুজন লাগে ছাগলটিকে নিয়ন্ত্রণ করতে

 

Exit mobile version