ইঁদুরের দৌরাত্ম দেখতে নিউইয়র্কে পর্যটকদের ভিড়

সন্ধান২৪.কম: নিউইয়র্ক শহরে ক্রমাগত ইঁদুর বাড়ছে। শহরজুড়ে জুড়ে নানা রকমের ইঁদুরের দৌরাত্ম্য পর্যটকদের দেখাতে, গাইডের ব্যবসাও ফেঁদে বসেছেন নিউইয়র্কের বেশ কিছু মানুষ। পর্যটকদের ইঁদুর দেখিয়েই তাঁরা মোটা টাকা উপার্জন করছেন।
সুউচ্চ অট্টালিকা, আলোর ঝলকানি,চাকচিক্যে ভরা শহর নিউইয়র্ক। বর্তমানে সেই শহর পরিণত হয়েছে এক গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে। শহরের কোনও দর্শনীয় স্থান বা বড় বড় ইমারত দেখার জন্য নিউইয়র্কে যেমন ভিড় করছেন, তেমনি শহরের রাস্তায় ভিড় জমছে ইঁদুরের উৎপাত দেখতে। রাতের অন্ধকারে শহরের কোণে কোণে ইঁদুর-‘রাজ’ দেখতে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। সুযোগ পেলে টুক করে ছবিও তুলে নিচ্ছেন।


পর্যটকদের ইঁদুরের দৌরাত্ম্য দেখাতে গাইডের ভূমিকাও পালন করছেন অনেকজন। মোটা টাকা উপার্জন হচ্ছে শুধুমাত্র ইঁদুরকে কেন্দ্র করে। পর্যটকরা জানিয়েছেন যে নিউইয়র্কের আকর্ষণীয় স্থান বলতে রয়েছে সেন্ট্রাল পার্ক, স্ট্যাচু অফ লিবার্টি, টাইম স্কোয়ার ইত্যাদি। ইঁদুরের দৌরাত্ম্য পর্যটক টানার ক্ষেত্রে যেন স্ট্যাচু অফ লিবার্টিকেও অনেক পিছনে ফেলে দিয়েছে।

শহর জুড়ে ইঁদুরের দাপাদাপি বৃদ্ধি পাওয়ায় আশঙ্কাও প্রকাশ করেছেন স্থায়ী বাসিন্দাদের একাংশ। তাদেও অভিযোগ, দিন দিন সে শহরে ইঁদুরের সমস্যা বেড়েই চলেছে। ইঁদুর যে সমস্ত রোগের জীবাণু বহন করে, তা শিশুদের মধ্যে ছড়িয়ে পড়লে প্রাণহানির আশঙ্কা থেকে যায়। বড়রাও ইঁদুরের বহন করা রোগের শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক শহরে ইঁদুরের সংখ্যা ৩০ লক্ষের বেশি। তবে করোনা অতিমারির পর শহরে ইঁদুরের সংখ্যা বেড়েছে বলে দাবি প্রশাসনের। তবে সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, আপাতত সেই সমস্যা মেটাতে না পেরে সমস্যা থেকে অর্থ উপার্জনের উপায় খুঁজে বার করে ফেলেছে নিউইয়র্কের প্রশাসন। শহরে ‘ইঁদুর পর্যটন’ শুরু করে সে দেশের অন্যান্য প্রান্তের সাধারণ মানুষদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

Exit mobile version