সন্ধান২৪.কম: ইলিনয় অঙ্গরাজ্যের একাধিক জায়গায় এক ব্যক্তির ছুরিকাঘাতে চারজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছন। বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে। ঘটনায় সন্দেহভাজন ২২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছ এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। খবর বিবিসির।
রকফোর্ডের পুলিশ বলেছে,আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন ১৫ বছর বয়সী এক মেয়েূ, ৬৩ বছর বয়সী এক নারী, ৪৯ বছর বয়সী ও ২২ বছর বয়সী দুজন পুরুষ।
পুলিশ জানিয়েছ, হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ফ্লোরেন্স স্ট্রিটে বাড়িত হামলার ঘটনা ঘটেছে কিন্তু হামলাগুলো একাধিক স্থানে ঘটেছে।
উইনেবাগো কান্ট্রি শেরিফ বলেছেন, সন্দেহভাজন ব্যক্তিকে পালিয়ে যাওয়ার পর একজন তরুণী তার হাতে ও মুখে ছুরির আঘাত পেয়েছন। তিনি এখন হাসপাতালে। তাকে ইনটিউবেশন করা হচ্ছে।
রকফোর্ড পুলিশ ুপ্রধান বলেছেন, নিহতদের সবাই আঘাত পাননি, কিন্তু কেউই গুলিবিদ্ধ হননি। এখানে অন্য কোনো সন্দেহভাজন থাকতে পারে বলে মনে করছে না পুলিশ।
রকফোর্ডের বাসিন্দা রুথ গ্যালাঘের সিবিএস-কে বলেছেন, মৃতদের মধ্যে তার দীর্ঘদিনের এক পোস্টম্যান ছিলেন। মার্কিন ডাক পরিষেবা পোস্টম্যান নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।


