সন্ধান২৪কম ডেস্ক: চলতি মাসের শুরুতে এক মেয়রের প্রকাশ্য হত্যাকাণ্ডের জেরে মেক্সিকোজুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক সহিংসতাবিরোধী বিক্ষোভ। ‘জেনারেশন জেড’ ব্যানারে গেল শনিবার হাজার হাজার তরুণ-তরুণী এই বিক্ষোভে অংশ নেয়।
জেন জি আয়োজিত সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মেক্সিকো ।অগ্নীগর্ভ এই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১২০ জন আহত হয়েছেন। তাদের বেশিরভাগই পুলিশ কর্মকর্তা।

বিক্ষোভকারীরা আন্দোলনের সময় ‘আমরা সবাই কার্লোস মানজো’ লেখা ব্যানার ধরেছিলেন। মানজো ১ নভেম্বর ডে অব দ্য ডেড উৎসবে অংশ নেয়ার সময় গুলিবিদ্ধ হন। মাদক চক্র ও কার্টেল সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছিলেন তিনি।
গত শনিবার প্রেসিডেন্ট ক্লাডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে পথে নামে হাজারো মানুষ। সহিংস অপরাধ ও প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া এ বিক্ষোভ পরে অন্য শহরেও ছড়িয়ে পড়ে। জেনারেশন জেড আয়োজিত বিক্ষোভে এরই মধ্যে বিরোধীদল ও সাধারণ নাগরিকরারাও অংশ নিয়েছে। এর আগে থেকেই দেশটির জনগণ সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো উরুপানের মেয়র কার্লোস মানজোর হত্যা, যিনি কার্টেলদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছিলেন।

শনিবারের সমাবেশে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন ও কর্মস্থল ন্যাশনাল প্যালেসের সামনে জড়ো হয়ে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলেন। পরিস্থিতি নিয়ন্তণে নিতে টিয়ারগ্যাস ও ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে পুলিশ।
বিক্ষোভকারীরা আন্দোলনের সময় ‘আমরা সবাই কার্লোস মানজো’ লেখা ব্যানার ধরেছিলেন। মানজো ১ নভেম্বর ডে অব দ্য ডেড উৎসবে অংশ নেয়ার সময় গুলিবিদ্ধ হন। মাদক চক্র ও কার্টেল সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে প্রেসিডেন্ট শেইনবাউম কার্টেলবিরোধী পদক্ষেপ নিলেও মাদকবিরোধী সর্বাত্মক যুদ্ধের আহ্বানকে মেনে নেননি। পূর্ববর্তী প্রেসিডেন্টদের এমন প্রচেষ্টা রক্তক্ষয়ী পরিণতি দিকে নিয়ে গিয়েছিল।


