সন্ধান২৪.কম: নাট্য আন্দোলন, বাউল শিল্পী, ছায়ানট ও উদীচীর বিরুদ্ধে ক্রমাগত মব বাহিনীর আক্রমণ-বাংলাদেশের সংস্কৃতি ধ্বংসের ষড়যন্ত্রে বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিপা প্রতিবাদ করেছে।
”এ কোন বাংলাদেশ যেখানে সুর অসুরের দখলে” শীর্ষক শ্লোগান নিয়ে গত ২৩ ডিসেম্বর রাতে জ্যামাইকার একটি মিলনায়তনে কথা,কবিতা ও গানে এই প্রতিবাদ জানানো হয়।
বিপার উদ্যোগে অনুষ্ঠানে নিউইর্য়কের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিনিধি অংশ নেন।

সমাপনী বক্তব্য বিপার অন্যতম সংগঠক সেলিমা আশরাফ দেশ ও প্রবাসের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতাবিরোধী ধর্মান্ধ ও সাম্প্রদায়িক অপশক্তির হামলায় ছায়ানট ও উদীচী কার্যালয় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে -ইতিহাসের গুরুত্বপূর্ণ নথিপত্র, বাদ্যযন্ত্র ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, বৈষম্যহীন সমাজ ও বাকস্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং কোনো ধর্মান্ধ বা সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
বাচিক শিল্পী সাবিনা নিরু সঞ্চালনায় ছড়া ও কবিতায় অংশ নেন সালাম শাহরিয়ার ,এ্যানি ফেরদৌস, সায়ান নিবিড় শারমিন, চিত্রা রোজারিও, তাপস সাহা, তৌফিক আল মান্নান, স্বাধীন মজুমদার, মৃদুল আহমেদ, আবির আলমগীর মিনহাজ আহমেদ শাম্মু, পিংকি চৌধুরী, তাহরিনা পারভীন প্রীতি, স্বপন বিশ্বাস ও পারভীন সুলতানা । কথায় ছিলেন স্মৃতি ভদ্র ও হরিপদ মন্ডল।

একক গান পরিবেশন করেন তাহনিয়া শেহরীন, আলভান চৌধুরী, জারিন মাইশা, কাজী হক, দিপায়ন চৌধুরী ও দেবদাস চৌধুরী।

সমবেত সংগীত করেন বিপা সুতিপা চৌধুরী এবং তার দল ও ডায়াসপোরা। সুপ্রিয়া চৌধুরীর পরিচালনায় তবলায় ছিলেন পিনাক পানি গোস্বামী ও স্বপন দত্ত , খঞ্জনী আশিষ চৌধুরী।

অনুষ্ঠানে নিউইর্য়কের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


