উপসাগরীয় অঞ্চলে প্রথম ‘ক্রিপ্টো লাইসেন্স’

সন্ধান২৪.কম : বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো মুদ্রা এক্সচেঞ্জ বাইন্যান্স বাহরাইনের কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে প্রথম ‘ক্রিপ্টো সেবাদাতা লাইসেন্স’ পেয়েছে। মঙ্গলবারেই প্রথম ‘ক্রিপ্টো সম্পদ সেবাদাতা’ লাইসেন্স দেওয়ার খবর নিশ্চিত করেছে ‘গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি)’ এবং বাহরাইনের কেন্দ্রীয় ব্যাংক।

এ প্রসঙ্গে বাহরাইনের কর্মকর্তাদের সঙ্গে এক যৌথ বিবৃতিতে বাইন্যান্স প্রধান চ্যাংপেং ঝাও বলেন, ‘বিশ্বের সবখানে লাইসেন্সধারী হওয়ার যাত্রায় একটি বড় মাইলফলক বাহরাইন থেকে পাওয়া এই লাইসেন্সটি।’

নীতিনির্ধারণী শর্তগুলো ‘অর্থপাচার এবং সন্ত্রাসবিরোধী কঠোর আর্থিক নীতিমালার মাধ্যমে ব্যবহারকারীদের নিরাপদ রাখবে,’ বলে যোগ করেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক নীতিনির্ধারকদের সমালোচনার মুখে রয়েছে বাইন্যান্স। ক্রিপ্টো মুদ্রা এক্সচেঞ্জটির নির্দিষ্ট কিছু কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে একাধিক বাজারের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। এ ছাড়াও একাধিক বাজার পর্যবেক্ষক সংস্থা তাদের এখতিয়ারের মধ্যে বাইন্যান্সের কর্মকাণ্ড বেআইনি বলে সেবাগ্রাহকদের সতর্ক করে দিয়েছে। বাহরাইন থেকে পাওয়া লাইসেন্সের সুবাদে ক্রিপ্টো সম্পদের লেনদেনের পাশাপাশি সম্পদ হেফাজতে রাখার পরিষেবা এবং পোর্টফোলিও ব্যবস্থাপনার অনুমতি পেয়েছে বাইন্যান্স। বাহরাইন ছাড়াও প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতেও নিজের উপস্থিতি গড়ে তুলছে বাইন্যান্স।

Exit mobile version