সন্ধান২৪.কম ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকার নানা শ্রেণি-পেশার মানুষের স্রোত মিশেছে শহীদ মিনারে।
গতকাল শনিবার বেলা দেড়টার পর ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে থাকেন শিক্ষার্থীরা। বিপুল মানুষের পুরো জমায়েতে তরুণ উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শুধু রাজধানী নয়, পুরো বাংলাদেশ। নারী-পুরুষ সবার কণ্ঠে একই সুর। সরকার পতনের এক দফা দাবির স্লোগান ওঠে চারপাশে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসেবে গতকাল ঢাকার পাশাপাশি অন্তত ৩৩টি জেলা ও মহানগরে বিক্ষোভ হয়েছে। শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ এসব কর্মসূচিতে অংশ নেন। গাজীপুরে ও চট্টগ্রামে কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ-সংঘাতে দুজন নিহত হয়েছেন। কুমিল্লায় শিক্ষার্থীদের মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হামলায় ৭ জন গুলিবিদ্ধ হন। এ ছাড়া সাতটি জেলায় আহত হয়েছেন অন্তত ১৩০ জন।
স্লোগানে প্রকম্পিত ছাত্র-জনতার জমায়েতের কেন্দ্র শহীদ মিনারে বেলা সাড়ে তিনটার দিকে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক। সবার দাবি জানতে চান তাঁরা। সবাই সমস্বরে এক দফা দাবির কথা জানান। ‘ছাত্র-জনতা অভ্যুত্থান, অভ্যুত্থান’, ‘পদত্যাগ পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ’ এমন স্লোগান ওঠে চারপাশে।
বিকেল সাড়ে পাঁচটার দিকে এক দফার নতুন কর্মসূচি ঘোষণা করেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। দফাটি হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ। ’
নাহিদ আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক, ছাত্রসংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব।’
‘আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই, যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র-ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।’ বলেন নাহিদ। যে স্বতঃস্ফূর্ত ছাত্র-নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে, তার সঙ্গে মানুষকে যোগ দেওয়া এবং পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানান নাহিদ। তিনি আজ রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণাও তুলে ধরেন।
নাহিদের বক্তব্যের পর আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে কিছু জরুরি নির্দেশনা দেন। তিনি জানান, অসহযোগ কর্মসূচির মধ্যে হাসপাতাল, ওষুধের দোকান, জরুরি পরিবহন সেবা (ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন), অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট-সেবা, জরুরি ত্রাণসহায়তা এবং এ খাতে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীর পরিবহন সেবা চালু থাকবে।
এদিাকে কোটা-বিরোধী আন্দোলনে হিংসাত্মক ঘটনায় নিহতদের স্মরণে কর্মসূচিকে ঘিরে শুক্রবার ফের উত্তপ্ত হল রাজধানী ঢাকা-সহ বাংলাদেশের নানা এলাকা। সিলেটের হবিগঞ্জে গুলিতে প্রাণ হারিয়েছেন এক জন। খুলনায় আন্দোলনকারীরা এক জন পুলিশকে পিটিয়ে মেরেছে। ঢাকার উত্তরায় সারা দিন ধরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলে। তাতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে আহত হন। অভিযোগ, উত্তরায় বেসরকারি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এ দিন বিক্ষোভ মিছিল বার করলে পুলিশের আড়ালে থাকা সরকার সমর্থক সংগঠন ছাত্র লীগের সশস্ত্র কর্মীরা হামলা করে। তাদের হাতে পিস্তল ও তরোয়াল থাকার কথাও জানিয়েছেন আন্দোলনকারীরা। রবিবার থেকে ছাত্ররা অনির্দিষ্টকালীন অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার পরে বিএনপি-সহ সব বিরোধীরা তাকে সমর্থন জানানোয় ফের বাংলাদেশ জুড়ে হিংসা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।
এ দিন ঢাকায় পুলিশকে অনেক সংযত আচরণ করতে দেখা গিয়েছে। সায়েন্স ল্যাবের মোড়ে ছাত্ররা পুলিশের একটি সাঁজোয়া গাড়ি গিরে ধরে তার গায়ে লেখা পুলিশ-এর আগে ‘ভুয়া’ লিখে দেয়। পুলিশের আর একটি গাড়ির গায়ে লাল রং দিয়ে লেখা হয়— খুনি। উইন্ড স্ক্রিনও লাল রং দিয়ে ঢেকে দেওযা হয়। গাড়ির ভিতরে থাকা পুলিশ যেমন কোনও আক্রমণাত্মক আচরণ করেনি, ছাত্রদের ঘিরে রাখা হেলমেটধারী পুলিশকেও দেখা গিয়েছে শান্ত ভাবে ছাত্রদের নিরন্তর বোঝাতে। তবে সিলেট, খুলনা, বরিশাল, নরসিংদী, চট্টগ্রাম থেকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর মিলেছে। এর ফলে অন্তত ৩০০ জন জখম হয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ দিন বলেন, “পুলিশকে বলা হয়েছে ছাত্রদের উপরে বলপ্রয়োগ করা থেকে বিরত থাকতে। মত প্রকাশের স্বাধীনতাকে আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু তৃতীয় কোনও পক্ষ যাতে তার সুযোগ না নেয়, সে বিষয়েও সতর্ক থাকা দরকার।”
ছুটির দিন শুক্রবারে জুম্মার নমাজের পরে হিংসায় প্রাণ হারানো তরুণদের স্মরণ এবং এঁদের খুনিদের নিরপেক্ষ বিচারের দাবিতে বহু সংগঠন জমায়েত ও মিছিলের কর্মসূচি নিয়েছিল। ঢাকার পাশাপাশি দেশের সর্বত্রই এমন কর্মসূচি নেওয়া হয়। বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ নিহত আন্দোলনকারীদের স্মরণে এ দিন রাস্তায় নামেন। ঢাকার বিরাট মিছিলে একটা সময়ে শেখ হাসিনা সরকারের ইস্তফার দাবি উঠতে থাকে। ভারত-বিরোধী স্লোগানও দেওয়া হয়। কোটা আন্দোলন ছাপিয়ে প্রধানমন্ত্রী ও সরকারকে তরুণদের মৃত্যুর জন্য দায়ী করে পদত্যাগের দাবি জানানো হয়। ঢাকার উত্তরায় এর আগে সংঘর্ষে ১৫ জন প্রাণ হারিয়েছিলেন। এ দিনও এখানে সংঘর্ষ বেধে যায়। ১০ জন পুলিশ-সহ অন্তত ৫০ জন আহত হয়েছেন এখানে।