নিউইয়র্ক, ২৯ জুলাই:বাংলাদেশ সোসাইটি, ইনক. গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এনওয়াইপিডি’র গর্বিত কর্মকর্তা দিদারুল ইসলামকে, যিনি কর্তব্যরত অবস্থায় আততায়ীর গুলিতে শহীদ হয়েছেন।
অফিসার দিদারুল ইসলাম নিউইয়র্ক সিটিতে তাঁর পেশাগত দায়িত্ব পালন করেছেন অসীম সাহস, নিষ্ঠা ও সততার সঙ্গে। তাঁর অকাল মৃত্যু শুধু তাঁর পরিবার ও সহকর্মীদের জন্য নয়, বরং সমগ্র বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর আত্মত্যাগ আমাদের সবার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সোসাইটির সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আলি এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা বলেন, “কমিউনিটির একজন সাহসী সন্তানের এভাবে চলে যাওয়া আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আমরা সকল প্রবাসীর কাছে দোয়া কামনা করি, মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।”
বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকেও মরহুমের আত্মার শান্তি এবং তাঁর পরিবারের ধৈর্য ও শক্তি কামনা করে গভীর শোক প্রকাশ করা হয়েছে।