এভারেস্টের বরফ দ্রুত গলছে

দ্রুত গতিতে গলে যাচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের হিমবাহ। জলবায়ু পরিবর্তনের কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে গবেষকরা। একটি নতুন গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। এ নিয়ে খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেইনের এক গবেষণায় দেখা গেছে— এভারেস্টের সাউথ কোল হিমবাহ গত ২৫ বছরে ১৮০ ফুটের বেশি পুরুত্ব হারিয়েছে।

গবেষণায় আরো দেখা গেছে, সাউথ কোল হিমবাহে দুই হাজার বছর ধরে যে বরফ জমাট বেঁধেছে এসব বরফ ২৫ বছরেই গলে গেছে। যার অর্থ—জমাট বাঁধার তুলনায় ৮০ গুণ দ্রুত বরফ গলেছে।

বিজ্ঞানী ও পর্বতারোহীদের একটি দল ২০১৯ সালে সাউথ কোল হিমবাহে যান। সে দলে ইউনিভার্সিটি অব মেইনের ছয়জন ছিলেন। তারা একটি ১০ মিটার দীর্ঘ বরফখণ্ড থেকে নমুনা সংগ্রহ করেন।

ইউনিভার্সিটি অব মেইনের জলবায়ু পরিবর্তন বিষয়ক ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক পল মায়েস্কি জানান, এভারেস্টের সর্বোচ্চ হিমবাহটি পর্বতশৃঙ্গের ভারসাম্য রক্ষায় মূল ভূমিকা পালন করে। গবেষণায় দেখা যাচ্ছে, মনুষ্যসৃষ্ট উষ্ণতার প্রভাব সুউচ্চ স্থানেও পড়েছে।

Exit mobile version