যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি তার এশিয়া সফর শুরু করেছেন। সোমবার এশিয়া সফরে নিজের প্রথম গন্তব্য সিঙ্গাপুরে এসে পৌঁছান তিনি। সিঙ্গাপুরে দুইদিন থাকার পর পেলোসি যথাক্রমে যাবেন মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপানে।
ন্যান্সি পেলোসির এ এশিয়া সফরে এখন নজর রয়েছে পুরো বিশ্বের। কারণ এবার তিনি চীনের বিরোধপূর্ণ অঞ্চল তাইওয়ানে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। বিষয়টিকে বেশ সিরিয়াসলি নিয়েছে চীন। তারা জানিয়েছে যদি পেলোসি তাইওয়ানে আসেন তাহলে চীন কঠোর পদক্ষেপ নেবে।
তার এ সফরের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে পেলোসি সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপানে যাবেন। সেখানে তাইওয়ানের নাম উল্লেখ করা হয়নি। মানে তাইওয়ানে কোনো আনুষ্ঠানিক সফরে যাবেন না হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি।
তবে গণমাধ্যম সিএনএন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার বরাতে জানিয়েছে, ন্যান্সি পেলোসি তার সফরের শেষ মুহূর্তে তাইওয়ানে যেতেও পারেন। তবে সেটি অনানুষ্ঠানিক সফর হবে।
আর পেলোসি যে অফিসিয়ালভাবে তাইওয়ানে যাচ্ছেন না সেটিই চীনের জন্য বড় বিজয়। কারণ বিষয়টি নিয়ে তারা রীতিমত হুমকি-ধামকি দিয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিংপিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিষয়টি নিয়ে টেলিফোনে কথাও বলেন। হুমকির সুরে বাইনেকে জিং পিং বলেন ‘আগুন নিয়ে না খেলতে’।
তাছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারাও বলেছেন, তারা ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে সমর্থন করেন না। কারণ এতে করে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।
সূত্র: সিএনএন
 
                                 
			 
    	 
                                 
                                

