ওমিক্রন নিয়ে কী আশঙ্কার কথা শোনালেন মার্কিন বিশেষজ্ঞ,

 সন্ধান২৪.কমঃ ওমিক্রন থেকে সেরে ওঠার পরও মুক্তি নেই। দ্বিতীয়বারও যে কেউ সহজেই  করোনার এই নয়া ভ্যারিয়েন্টে সংক্রামিত হতে পারেন। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন মার্কিন এপিডেমিওলজিস্ট এরিক ফেইগল-ডিং।

করোনায় সংক্রামিতের সংখ্যা বিশ্বে প্রতিদিন লাফিয়ে বাড়ছে । আর তার মধ্যেই নতুন করে আতঙ্ক তৈরি করেছে ওমিক্রন। ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে এতে সংক্রামিতের সংখ্যা। এখনও পর্যন্ত এদেশে ওমিক্রনে সংক্রামিত হয়েছেন ৬,০৪১ জন।

মার্কিন এপিডেমিওলজিস্ট এরিক ফেইগল-ডিংএই পরিস্থিতিতে আশঙ্কার কথা শোনালেন । এই মহামারি বিশেষজ্ঞ শনিবার টুইটে লিখেছেন, দ্বিতীয়বার ওমিক্রনে সংক্রামিত হওয়ার সম্ভাবনা নিয়ে সাম্প্রতিক সময়ে নানা চর্চা চলছে। তবে এটা নিশ্চিত, ওমিক্রন থেকে সেরে ওঠার পরও যে কেউ দ্বিতীয়বার এতে সংক্রামিত হতে পারেন। যদি প্রথমবারের ওমিক্রন সংক্রমণ তীব্র না হয় এবং তা রোগ প্রতিরোধ ক্ষমতাকে যথেষ্ট উদ্দীপিত না করে থাকে, তাহলে দ্বিতীয়বার এতে সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাঁরাও দ্বিতীয়বার ওমিক্রনে সংক্রামিত হতে পারেন। সেজন্য সকলকে সতর্ক থাকতে বলেছেন এরিক।

 

Exit mobile version