Friday, October 31, 2025
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home উপ-সম্পাদকীয়

কমরেড মণি সিংহ আদর্শ রাজনীতির প্রতীক

December 31, 2020
in উপ-সম্পাদকীয়
Reading Time: 1 min read
0
0
0
SHARES
61
VIEWS
Share on Facebook

।। আসলাম খান ।।

ব্রিটিশবিরোধী সংগ্রামী, টংক আন্দোলনের মহান নায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রথম সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মণি সিংহ আজ থেকে ৩০ বছর পূর্বে প্রয়াত হয়েছেন। তিনি ব্রিটিশের বিরুদ্ধে, পাকিস্তানের শোষণ বৈষম্য জুলুমের বিরুদ্ধে এবং মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ১৯৭৭ সালে সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেল খেটেছেন। কখনও জেল জুলুম খেটে, কখন হুলিয়া নিয়ে আত্মগোপনে থাকা, অন্তরীণ থাকা, জীবনের ঝুঁকি নিয়ে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে টংক আন্দোলনে সরাসরি নেতৃত্বের দেয়া, ভারতবর্ষের প্রত্যন্ত এলাকা তৎকালীন ময়মনসিংহের নেত্রকোণার দুর্গম পাহাড়ি অঞ্চলে ধান কাড়াড়ি (ধানের মাধ্যমে খাজনা দেয়া) বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করা দুঃসাহসের বিষয়। তার রাজনৈতিক জীবন বর্ণাঢ্য ও রোমাঞ্চকর।

কমরেড মণি সিংহ ১৯০১ সালের (১৯০১-১৯৯০) নেত্রকোণা জেলার সুসং দুর্গাপুরে জন্মগ্রহণ করেন। সেখানে প্রাথমিক শিক্ষা শেষে মাধ্যমিক শিক্ষা গ্রহণের জন্য কলকাতায় যান। কলকাতায় ১৯১৪ সালে সশস্ত্র বিপ্লবী গোষ্ঠী ‘অনুশীলন’ দলে যোগ দেন। এক দশক পরে সন্ত্রাসবাদী আন্দোলন ত্যাগ করে ১৯২৫ সালে ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯২৮ সালে মেটিয়া বুরুজে কেশোবাম কটন মিলে শ্রমিকদের ১৩ দিনব্যাপী ধর্মঘটে নেতৃত্বে দিয়ে দাবি আদায় করেন।

কমরেড মণি সিংহ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, মানুষের মুক্তির জন্য আজীবন লড়াই করে গেছেন

১৯৩০ সালে তিনি গ্রেপ্তার হন। ১৯৩৭ সালের নভেম্বর মাসে জেল থেকে মুক্তি পেয়ে সুসং দুর্গাপুরে আসেন এবং তাকে অন্তরীণ করা হয়। তিনি যখন গ্রামের বাড়িতে আসেন স্থানীয় কৃষকদের অনুরোধে টংক আন্দোলনে শুরু করেন। মণি সিংহ তার পারিবারিক টংক চাষি গুল মামুদের ৬০ মণ টংকের ধান মওকুফ করে দেন। নিজ পরিবার এবং আত্মীয়স্বজনের প্রতিপক্ষ হয়ে সাধারণ কৃষকদের স্বার্থে আন্দোলন অব্যাহত রাখেন। ১৯৪৫ সালে ঐতিহাসিক নেত্রকোণায় অনুষ্ঠিত নিখিল ভারত কিষাণ সভায় মহাসম্মেলনের সংগঠক ও অভ্যর্থনা কমিটির সভাপতি ছিলেন। ১৯৪৬ সালে হাজং সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে টংকবিরোধী আন্দোলনে যুক্ত হন। টংক আন্দোলনে শতাধিক হাজং নেতাকর্মী শহীদ হয়েছেন। এ আন্দোলন করতে গিয়ে ১৯৫১ সালে মণি সিংহের ওপর হুলিয়া জারি করে তার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করা হয়। আদিবাসীদের প্রাণপ্রিয় নেতায় পরিণত হোন। ১৯৫১ সালে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সম্পাদক নির্বাচিত হন।

১৯৬৯ সালে গ্রেপ্তার হন এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে সাধারণ কয়েদিদের সহায়তায় রাজশাহী কারাগার ভেঙে বের হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন এবং মুক্তিযুদ্ধকালীন প্রথম সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তার জীবন দর্শন, ব্যক্তি জীবনের সততা, আদর্শ নিষ্ঠা, আপসহীনতা, দূরদর্শিতা, সৎ ও ত্যাগের জীবন আর্দশ রাজনীতির প্রতীক। শোষিত, বঞ্চিত, নির্যাতিত, মেহনতি মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং গভীর দেশপ্রেমের মূর্ত প্রতীক।

কমরেড মণি সিংহকে চিনতে হলে তার অন্যন্য দুর্লভ অসাধারণ গুণাবলি। উল্লেখ করা প্রয়োজন। বঙ্গবন্ধুর আমলে সিপিবি পার্টি সমাবেশে কর্মীদের খাওয়াবার ব্যবস্থা করা হয়। তখন খোলাবাজারের তুলনায় রেশনের চালের দাম বেশ কম। মণি সিংহ পারমিট জোগাড় করে নিলেন। কিন্তু সমাবেশ শেষে দেখা গেল বেশ কিছু পরিমাণ চাল বেচে গেছে। খোলাবাজারে সেই চাল বিক্রি করে প্রচুর লাভ হতে পারত। কমরেড মণি সিংহ চাল বেচে গেছে জানার সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন, এ চাল সরকারেকে ফেরত দিতে হবে। তৎকালীন মন্ত্রী ফণি ভূষণ মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করে চাল ফেরতের কথা বললেন কিন্তু সরকারি বরাদ্ধের চাল দেয়া হলে ফেরত দেয়া কঠিন। তখন তিনি চাল নিয়ে গরিব কর্মীদের মাঝে রেশন দরে বিক্রি করে দেন। ফণি বাবু বললেন ‘দেখুন সত্যিকার নেতা কাকে বলে, সততা কাকে বলে, সত্যিকার পার্টি কাকে বলে। এ রকম আরও নেতাকর্মী ও পার্টি পেলে সোনার বাংলা গড়ে তুলতে কোন অসুবিধা হতো না’।

অন্য আর একটি ঘটনা। স্বাধীনতার পর সিপিবি অফিসে যে টেলিফোনটি ছিল সে ফোনের বিল একবার বেশি হওয়ায় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে গিয়ে মণি সিংহ বলেছিলেন, সম্ভবত ভুল হয়েছে, আমার কাছে কয়টা টেলিফোন করা হয়েছে তার লিস্ট রয়েছে। কর্তৃপক্ষ মিলে ঠিক করে নিয়েছিলেন। পরের বার বিল কম হওয়ায় আবার বললেন সম্ভবত কম হয়েছে, সঠিক বিলের অর্থ প্রদান করে এসেছেন। সময় সচেতন মণি সিংহ আত্মগোপন এবং প্রকাশ্য রাজনীতিতে সঠিক সময়ে মিটিং এ উপস্থিত থাকতেন। এজন্য বামপন্থি নেতাকর্মীরা সঠিক সময়কে ‘মণি সিংহ টাইম’ হিসেবে বলতেন এটা এখনও প্রচারিত আছে।

বর্তমানে অর্থ পাচার, দুর্বৃত্তায়ন, লুটপাট ধনী-গরিব বৈষম্য, প্রবৃদ্ধি বাড়লেও গরিব আরও গরিব হচ্ছে। কমরেড মণি সিংহ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, মানুষের মুক্তির জন্য আজীবন লড়াই করে গেছেন। কমরেড মণি সিংহ বলতেন’ মার্কসবাদ লেলিনবাদ কোন আপ্ত বাক্যের সমষ্টি নয়। বাস্তবতা, ঐতিহ্য, জনগণের চেতনার স্তর, প্রস্তুতি অর্থাৎ প্রতিটি দেশের নিজস্ব বিশিষ্টতা ও অবস্থানকে বিবেচনার মধ্যে নিয়েই তার সার্থক প্রয়োগ সম্ভব। মাটি মানুষের নেতা ছিলেন তিনি। মানুষের মন বুঝতেন, মানুষের সঙ্গে থাকতেন, নেতৃত্ব দিতেন এবং মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। সরদার ফজলুল করিম তার বইতে লিখেছেন ‘যখন কৃষক সমাবেশে কমরেড মণি সিংহ বক্তব্য রাখতেন সমাবেশ স্থলে হাজংরা বলতো’ চুপ চুপ এখন আমাদের মণি বেটা বলছে। কবি শামসুর রাহমান কমরেড মণি সিংহকে নিয়ে লেখা ‘ভাস্কর পুরুষ’ কবিতায় শেষ চারটি লাইন- … প্রগতির/ প্রসিদ্ধ চারণ জাগো, জেগে ওঠো, চেয়ে দ্যাখো,/করোনি শাসন কোনদিন তবু বাংলাদেশ আজ/ তোমাকেই গার্ড অব অনার জানায়।

মণি সিংহের স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি এ সংগ্রাম চলছে। তিনি শুধু কমিউনিস্ট পার্টির নেতা নন। সাধারণ মানুষের কাছে আদর্শিক নেতা, তার জীবন দর্শন আমাদের কাছে আলোকবর্তিকা হয়ে থাকুক। কমরেড মণসিংহের ৩০তম প্রয়াণ দিবসে অতল শ্রদ্ধা।

 

Related Posts

উপ-সম্পাদকীয়

দিদারুল ইসলাম: যে মৃত্যু হিমালয়ের চেয়েও ভারী

August 1, 2025
19
উপ-সম্পাদকীয়

জালালাবাদঃ চলছে সংঘাত আর বিদ্বেষের আবাদ : সুব্রত বিশ্বাস

June 15, 2023
79
No Result
View All Result

Recent Posts

  • ভয়ঙ্কর পদক্ষেপ আমেরিকার ! ট্রাম্পের নির্দেশে ৩৩ বছর পর পারমাণবিক অস্ত্র পরীক্ষা
  • ঘরের শোভা বৃদ্ধি করতে পারে ফল রাখার শৌখিন পাত্র, ধাতব, কাঠ, প্লাস্টিক
  • ‘বাংলাদেশের সংসদ নির্বাচন বানচালের ছক কষছে দেশি-বিদেশি শক্তি !’ হাসিনার বক্তব্যের পরেই মন্তব্য ইউনূসের
  • Zohran Mamdani — Whose Side Are You On? Hindu, Buddhist, Christian, or Muslim?
  • নিউইয়র্কে গণগ্রেপ্তার নিয়ে বিভ্রান্তি, জনমনে আতঙ্ক, ল-ইয়ারদের আয় বাড়ছে

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version