সন্ধান২৪.কম : মাথাপিছু গড় আয় হয়েছে দুই হাজার ৬৪ ডলার। অর্থাৎ প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরলে বার্ষিক আয় এক লাখ ৭৫ হাজার ৪৪০ টাকা। এক্ষেত্রে গড়ে প্রত্যেকের মাসিক আয় ১৪ হাজার ৬২০ টাকা বিবিএসের প্রতিবেদনে জানানো হয়েছে।
করোনাভাইরাস মহামারির মধ্যে ২০১৯-২০ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (ডিডিপি) প্রবৃদ্ধি কমলেও মাথাপিছু আয় বেড়েছে। ডিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ২৪ শতাংশ অর্জিত হয়েছে। বিপরীতে মাথাপিছু গড় আয় বেড়ে হয়েছে এক লাখ ৭৫ হাজার ৪৪০ টাকা।
মঙ্গলবার মাথাপিছু আয়ের নয় মাসের সাময়িক হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান বু্যরো (বিবিএস) মোট দেশজ উৎপাদন (জিডিপি) । বিদায়ী অর্থবছরের মার্চ মাসের হিসাবে এমনই চিত্র উঠে এসেছে। করোনাভাইরাস মহামারিকালের এই কঠিন সময়ে ৫ দশমিক ২৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধিকে খুবই আনন্দের এবং আশাব্যঞ্জক বলে সন্তোষ প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
চলতি ২০২০-২১ অর্থবছরেও ৮ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরেছে সরকার। মহামারির সময়ে উচ্চাভিলাষী এই প্রবৃদ্ধি ধরার জন্য বাজেট ঘোষণার পর পরই অর্থনীতিবিদরা সরকারের সমালোচনা করেছিলেন। ২০১৯-২০ অর্থবছরেও জিডিপি লক্ষ্যমাত্রা ৮ দশমিক ২ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। করোনার কারণে তা কমিয়ে ৫ দশমিক ২ শতাংশ পুনর্নির্ধারণ করেছিল সরকার। তবে মহামারির মধ্যেও কৃষিতে উৎপাদন ভালো হয়েছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স খুবই ভালো ছিল। মহামারির মধ্যে রেকর্ডের পর রেকর্ড হওয়ায় এই সফলতা এসেছে। নয় তো আরও খারাপ হতো বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু গড় আয় হয়েছে দুই হাজার ৬৪ ডলার। অর্থাৎ প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরলে বার্ষিক আয় এক লাখ ৭৫ হাজার ৪৪০ টাকা। এক্ষেত্রে গড়ে প্রত্যেকের মাসিক আয় ১৪ হাজার ৬২০ টাকা। আগের অর্থবছরে মাথাপিছু আয় ছিল এক হাজার ৯০৯ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ১৫৫ ডলার আয় বেড়েছে।