কমেছে সোনার দাম

সন্ধান২৪.কম : দেশীয় ব্যবসায়ীরা বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে সোনার দাম কমিয়ে দিয়েছে । গত বুধবার থেকে ভরিপ্রতি দুই হাজার ৫০৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে ভালোমানের ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার বিক্রি হচ্ছে ৭৩ হাজার ৮৩৩ টাকায়। 

গত ১৫ সেপ্টেম্বর আগস্ট সোনার দাম ভরিতে সাড়ে দুই হাজার ৩৩৩ টাকা বৃদ্ধি করেছিল সমিতি। বিশ্ববাজারে সোনার দাম নিম্নমুখী থাকায় দেশের বাজারে মূল্যবান এই ধাতুর দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়।

গতকাল থেকে ২১ ক্যারেট প্রতি ভরি ৭০ হাজার ৬৮৪ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৯৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার প্রতি ভরি বিক্রি ৫১ হাজার ৬১৩ টাকায়। এর আগে গত মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭৬ হাজার ৩৪১ টাকা, ২১ ক্যারেট ৭৩ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ৪৪৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৫৪ হাজার ১২১ টাকায়। গতকাল থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনা ভরিতে দুই হাজার ৫০৮ টাকা কমেছে।

 

Exit mobile version