সন্ধান২৪.কম ডেস্ক : আগামী কাল ৮ এপ্রিল সোমবার বিরল সূর্যগ্রহণ। সূর্য এবং পৃথিবীর মাঝখানে অবস্থান নেবে চাঁদ। উত্তর আমেরিকা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডায় পূর্ণ সূর্যগ্রহণ দেখা দেবে। এসব অঞ্চলের সূর্য পুরোপুরি ঢেকে দেবে চাঁদ। নিউইয়র্কের বাফেলো থেকে স্পষ্ট দেখা যাবে।
নিউ ইয়র্ক সিটি থেকে ৮৭/৮৮ ভাগ গ্রহণ দেখা যাবে। ১০০% গ্রহণ দেখতে যেতে হবে বাফলো, নায়াগ্রার দিকে। অথবা, গ্রহণের পথে যে যে শহর আছে, সেগুলোর কোনো একটাতে। ফ্লোরিডা থেকেও পুর্ণগ্রহণ দেখার সুযোগ নেই। সেই অঞ্চলে আংশিক দেখা যাবে। এইভাবে, আংশিক গ্রহণ দেখা যাবে অনেক অঞ্চল থেকে। পূর্ণগ্রহণ দেখতে পাবে মাত্র ৩১.৬ মিলিয়ন মানুষ। তবে, আমেরিকার ৯৯% মানুষই এবার গ্রহণ দেখতে পাবেন, তা কিছু পুরো, বেশিরভাগ আংশিক।
এ কারণে গ্রহণের সময় (সকাল ১১টা থেকে অঞ্চল ভেদে বিকাল ৫টা পর্যন্ত) উষা বা সন্ধ্যার আলো-আঁধারি নেমে আসবে। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় প্রকৃতিতে আরো নানা ঘটনা ঘটে। ৮ এপ্রিলও এর ব্যতিক্রম নয়। খবর রয়টার্স।
এরই মধ্যে নায়াগ্রা জলপ্রপাতে ৮ এপ্রিল জরুরি অবস্থা জারি করা হয়েছে। কানাডার নায়াগ্রা অঞ্চলের প্রশাসন এ ঘোষণা দিয়েছে। জলপ্রপাতটি কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে। নায়াগ্রা অঞ্চল কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকায় ওই দিন স্থানীয় বা পর্যটকদের নিরাপত্তার কারণে জলপ্রপাতে ঢুকতে দেয়া হবে না।
এবারের গ্রহণের পথটা ২০১৭ খৃস্টাব্দের পূর্ণগ্রহণের বিপরীত। প্রথম ছবি দেখলে স্পষ্ট বোঝা যাবে। বাম দিক থেকে ডানে নীচের দিকে যে পথ, সেটি ২০১৭ খৃস্টাব্দের পূর্ণ সূর্যগগ্রহণের। বাকিটা এবারের। এবার আমেরিকায় টেক্সাসের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে শুরু হবে। আসবে মেক্সিকোর দিক থেকে। উত্তর-পূর্ব মুখী হয়ে চলে যাবে মেইনের দিকে। এ পথে ওকলাহামা, ইলিনয়, কেনটাকি, ইন্ডিয়ানা, ওহাইও, পেনসিলভানিয়া, নিউ ইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার ও মেইন ছুঁবে এই গ্রহণ। মিশিগান ও টেনেসির একটা ক্ষুদ্র অঞ্চল থেকেও আকাশ পরিষ্কার থাকলে পূর্ণগ্রহণ দেখা যাবে।
আমেরিকার সীমানা পেরিয়ে গ্রহণের সমাপ্তি হবে কানাডায়। দেশটির সাউদার্ন অন্টারিও, কুইবেক, নিউ ব্রান্সউইক, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, কেইপ ব্রেটন এবং নোভা স্কশিয়ার পূর্বপ্রান্তে দৃশমান হবে এই গ্রহণ।
গ্রহণের সময় মোবাইল ব্যবহার করে ছবি তুলতে বারণ করেছে NASA। খালি চোখেও না দেখতে বলা হয়েছে। দুরবীন কিংবা ক্যামেরার লেন্স গ্রহণ দেখার উপযোগী নয়। দেখতে হবে বিশেষ চশমায়। আংশিক গ্রহণে চোখের বিপদ বেশি। চাঁদের আড়াল দিয়ে বিচ্ছুরিত আলোকরশ্মি হচ্ছে বিপজ্জনক। সূর্য একদম ঢেকে গেলে, কোনো আলো বিচ্ছুরিত না হলে তখন বিপদ থাকে না। কিন্তু এ অবস্থা থাকবে কয়েক মিনিটের জন্য। বড়জোর সাড়ে ৪ মিনিট। কিন্তু, গ্রহণ শুরু হয়ে পূর্ণগ্রহণে রূপ নিতে ঘন্টার ওপরে সময় লাগতে পারে।