সন্ধান২৪.কম: বাংলাদেশে কোটাসংস্কারের দাবীতে চলমান আন্দোলনের উত্তাল ঢেউ নিউইয়র্ক শহরেও ছড়িয়ে পড়েছে। প্রতিদিন নিউইয়র্ক শহরের বাঙালি অধ্যুষিত এলাকায় কোটাবিরোধী আন্দোলনের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

তারই অংশ হিসেবে গত ১৮ এপ্রিল সন্ধায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনসমুহ এক শান্তি সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ড.মাসুদুল হাসান,সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ আজাদ,সহ সভাপতি শামসুদ্দিন আজাদ,লুৎফুল করিম,সাদেকুল বদরুজ্জামান, আব্দুল হামিদ,শিবলী সাদিক প্রমূখ।
বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লিগের নেতার অভিযোগ করে বলেন, পড়–য়াদের আন্দোলনকে একাত্তুরের পরাজিত শত্রু জামাত এবং বিএনপিহাতিয়ার হিসাবে ব্যবহার করছে। বক্তরা আরও বলেন, বিএপি ও জামাতের এটি ‘ছাত্রদের উত্তেজিত করার সন্ত্রাসবাদী ছক। তাই এই আন্দোলন শুধু ছাত্র আন্দোলনের পর্যায়ে আর নেই। এটি একটি কুচক্রিমহল পরিচালিত করছে।
সমাবেশে আওয়ামী ছাড়াও ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামী লীগ,শ্রমিক লীগের নেতা-কর্মীরা অংশ গ্রহন করে।


