সন্ধান২৪.কম ডেস্ক: কোরান সাক্ষী রেখে নিউ ইয়র্কের মেয়র হিসাবে শপথ নিলেন জোহরান মামদানি। বৃহস্পতিবার বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্কের ম্যানহাটেনের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে তিনি শপথগ্রহণ করলেন।
শপথ নেওয়ার পর প্রথম বার্তায় তিনি বলেন, “এই সম্মান এবং সুযোগ গর্বের। জীবনের শেষদিন পর্যন্ত মনে থাকবে।”
কেন পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নিলেন মামদানি? ১৯০৪ সালে যখন নিউ ইয়র্কে মেট্রো পরিষেবা শুরু হয়েছিল, সেই সময় ১৮টি স্টেশন নির্মাণ করা হয়। তার মধ্যে একটি হল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিটি হল। কিন্তু পরে শহরের জনসংখ্যা বৃদ্ধি পায়, আসে উন্নত প্রযুক্তি। তাই স্টেশনটি স্থানান্তরিত করা হয়। ফলে পরিত্যক্ত হয়ে যায় পুরনো স্টেশনটি। কিন্তু আজও শহরের ঐতিহ্য পুরনো এই সিট হল স্টেশন। তাই এটির অবদানের কথা স্মরণ করে সেখানেই শপথ নেওয়ার সিদ্ধান্ত নেন মামদানি।
৩৪ বছর বয়সি ডেমোক্র্যাট নেতার শপথগ্রহণ অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। অন্যদিকে, পবিত্র কোরান হাতে উপস্থিত ছিলেন জোহরানের স্ত্রী রমা দুয়াজি। স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্সের পরিচালনায় একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান হয়। সেই উপলক্ষে একটি বিশেষ প্যারেডও অনুষ্ঠিত হয়েছে।
নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসাবে শপথ নিয়েছেন মামদানি। পাশাপাশি, নিউ ইয়র্কের গত ১০০ বছরের ইতিহাসে ৩৪ বছর বয়সি মামদানিই হলেন কনিষ্ঠতম মেয়র।
উল্লেখ্য, নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন মামদানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার তাঁকে কটাক্ষ করেছিলেন। তাঁকে হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘কমিউনিস্ট’ জোহরান নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হলে তিনি শহরের কেন্দ্রীয় অনুদান বন্ধ করে দেবেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের ‘রক্তচক্ষু’কে পরোয়া না করেই বিপুল ভোটে মামদানিকে জয়ী করেছে নিউ ইয়র্কবাসী। যদিও ভোটে জয়লাভ করার পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন মামদানি।
মামদানির জন্ম উগান্ডার কাম্পালায়। তাঁর বাবা বিখ্যাত লেখক মাহমুদ মামদানি। তিনি মুম্বইতে জন্মগ্রহণ করেছিলেন। অন্যদিকে, জোহরানের মা হলেন স্বনামধন্য চিত্র পরিচালক মীরা নায়ার। জন্মের কিছু বছর পর মামদানি নিউ ইয়র্কে চলে যান। বর্তমানে তিনি নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা। সেখানে থাকতে থাকতেই বাংলা ভাষা রপ্ত করেছেন মামদানি। সমাজমাধ্যমে নির্বাচনী প্রচারে তাঁকে বাংলা ভাষাতেও কথা বলতে দেখা গিয়েছিল।


