ব্যাটিংয়ের সময় পায়ে টান লেগে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন ওপেনার লিটন দাস। সেঞ্চুরির (৮১ রান) কাছে গিয়েও তা অধরাই রয়ে গেল তার।
সেই দুশ্চিন্তার মধ্যে আরেকবার মাঠে স্ট্রেচার ঢুকল। সেটাও বাংলাদেশ দলের খেলোয়াড়কে বয়ে নিতে।
বার সেটিতে করে উঠে গেলেন শরীফুল ইসলাম। নিজের সপ্তম ওভারের শেষ বলে নিজেই ফিল্ডিং করতে যাওয়ার পর চোট পেয়েছেন তিনি। লিটনের মতো তাকেও যেতে হলো বাইরে। এর আগে ৭ ওভার করেছেন শরীফুল, দিয়েছেন ৩৯ রান।
এমন দুশ্চিন্তাকে আরও কষ্টদায়ক করে দেবে যে বিষয়টি তাহলো ক্যাচ ড্রপড। বাংলাদেশি ফিল্ডারদের ভুলে সিকান্দার রাজার পর এবার জীবন পেলেন আরেক ব্যাটার ইনোসেন্ট কাইয়া।
শরীফুল ইসলামের লেংথ বলে স্লগ করার চেষ্টা করেন কাইয়া। বল তার ব্যাটের ওপরের দিকে লেগে উড়ে যায় থার্ড ম্যানের দিকে। সেখানে ফিল্ডার তাসকিন দৌড়ে এসে বলের নিচে গেলেও তালুবন্দি করতে পারেননি তিনি।
৬৮ রানে জীবন পেলেন কাইয়া।
এ প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ৩৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান।