গাড়িকে হেলিকপ্টার বানালেন কাঠমিস্ত্রি

সন্ধান২৪.কম ডেস্ক ঃ পেশায় কাঠমিস্ত্রি সালমান টাটা ন্যানো মডেলের একটি গাড়িকে হেলিকপ্টার বানিয়ে ফেলেছেন ।তবে তার বানানো হেলিকপ্টার আকাশে উড়তে না পারলেও সড়কে ছুটে চলে।

ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা সালমানের এ হেলিকপ্টারটি বানাতে খরচ হয়েছে তিন লাখ রুপি। এটি দেখতে প্রতিদিন ভিড় করছেন অনেক মানুষ।

মূলত আরোহীদের আকাশযানে চড়ার অনুভূতি দিতে গাড়ির খোলনলচে পাল্টে ফেলেন সালমান। 

আকাশে উড়তে না পারলেও নিজের বানানো এ হেলিকপ্টার নিয়ে বেশ আশাবাদী সালমান।

এনডিটিভিকে তিনি বলেন, ‘সরকার কিংবা কোনো কোম্পানি সহযোগিতার হাত বাড়ালে আমি স্বল্প খরচে এমন একটি হেলিকপ্টার বানাতে পারব, যা আকাশে উড়তে কিংবা জলের ওপর দিয়ে ছুটে চলতে পারবে।

Exit mobile version