সন্ধান২৪.কমঃ আগামী ১২ মার্চ দিবাগত রাতে ঘড়ির কাঁটা ঠিক করে নিতে হবে। এই দিন থেকেই যুক্তরাস্ট্রে শুরু হচ্ছে ‘ডে টাইম সেভিংস টাইম’। ১১ মার্চ শনিবার দিবাগত রাত (১২ মার্চ রোববার) ২টায় ঘড়ির কাটা এগিয়ে যাবে তিনটার ঘরে। অর্থাৎ রাত ২টার সময় ঘড়ির কাঁটা এগিয়ে ৩টার কাঁটায় দিতে হবে।
সে অনুযায়ী ১৩ মার্চ থেকে ‘ডে লাইট সেভিং’ সময় শুরু হচ্ছে। আগামী ৪ নভেম্বর রাত ২টার সময় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে ‘স্ট্যান্ডার্ড টাইম’-এ প্রত্যাবর্তন করা হবে। অর্থাৎ ৫ নভেম্বর থেকে গণনা হবে স্ট্যান্ডার্ড টাইম। যুক্তরাষ্ট্রে ডে লাইট সেভিংয়ের সময়সূচি চালুর ফলে বাংলাদেশে যখন বেলা ১২টা বাজবে, নিউইয়র্কে তখন রাত ২টা হবে।
ডে লাইট সেভিং টাইম হচ্ছে কোন অঞ্চলের ভৌগলিক সময়ের সাথে কিছু সময় যোগ করে সময়ের কাঁটা এগিয়ে দেয়া। এটি সাধারণতঃ পৃথিবীর সেসব অঞ্চলে দেখা যায়, যেসব অঞ্চলে গ্রীষ্মকাল ক্ষণস্থায়ী, অর্থাৎ শীতপ্রধান দেশসমূহে। সাধারণতঃ বসন্তকালের শেষে এ সময় সংযোজনটি করা হয়।
এখন ডিজিটাল হাওয়াতে সব ডিভাইজের কাঁটাই আপনা-আপনি নির্দিষ্ট কাঁটায় চলে যায়। যদিও যাদের অ্যানালগ ডিভাইজ রয়েছে, তাদের নিজ হাতে কাঁটা পরিবর্তন করতে হবে। ঘড়ির কাঁটা এগিয়ে যাওয়ার কারণে এই দিন সবাই এক ঘণ্টা কম ঘুমাতে পারবেন এবং বিদুৎ সাশ্রয় হবে। আর যাদের সকালবেলায় কাজে যেতে হয়, তাদের সময় পরিবর্তনের কথা মাথায় রাখতে হবে।