আপনার ঘড়ির কাঁটা মিলিয়ে নিন

সন্ধান২৪.কমঃ যুক্তরাষ্ট্রে আগামী ৬ নভেম্বর রোববার থেকে ডে-লাইট সেভিং টাইম শেষ হয়ে যাচ্ছে। তাই ডে লাইট সেভিং বা সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বর, শনিবার ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে দিতে হবে। ডে লাইট সেভিংয়ের কথা মাথায় রেখে প্রতি বছর এ সময় ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে দেয়া হয়। এতে যুক্তরাষ্ট্রের অফিস আদালত এক ঘন্টা আগে শুরু হয়। যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় ৫ নভেম্বর, শনিবার দিবাগত রাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে ১টা করে নিতে হবে। অবশ্য আইফোন বা স্মার্ট ফোন ও কম্পিউটারে সময় বদলে যাবে স্বয়ংক্রিয়ভাবে।
যুক্তরাষ্ট্রে ডে-লাইট সেভিংয়ের সময়সূচী চালুর ফলে বাংলাদেশে যখন দুপুর ১২ বাজবে,নিউইয়র্কে তখন হবে রাত ১ টা। আগামী বছরের ১২মার্চ থেকে আবার ডে-লাইট সেভিং টাইম শুরু হবে। তখন আবার ঘড়ির কাঁটা একঘন্টা এগিয়ে নেয়া হবে।

Exit mobile version