সন্ধান২৪.কমঃ মঙ্গলবার চাঁদাবাজ-সন্ত্রাসীরা তাদের চাঁদা না পেয়ে এক ফেরিওয়ালাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে কুকুর লেলিয়ে দিয়েছে । রাজধানীর কদমতলী পূর্ব জুরাইন মেডিক্যাল রোড এলাকায় এ ঘটনা ঘটেছে।
হাতুড়ির আঘাত ও কুকুরের কামড়ে আহত অবস্থায় উজ্জ্বল হোসেন নামের ওই খুদে ব্যবসায়ীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উজ্জ্বলের গ্রামের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের ইস্টার্নবাজার এলাকায়।
জানা যাৃয়, উজ্জ্বল হোসেন এলাকার ফুটপাতে অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল বিক্রি করেন। আর এখানে ব্যবসা করার জন্য স্থানীয় কিছু বখাটে সন্ত্রাসী এর আগে তাঁর কাছ থেকে জবরদস্তি ১০ হাজার টাকা চাঁদা আদায় করে। সম্প্রতি ওই চাঁদাবাজরা আবারও ১০ হাজার টাকা দাবি করে। উজ্জ্বল সেই টাকা না দেওয়ায় গতকাল বিকেলে তাঁর ওপর হামলা চালায় ওই সন্ত্রাসীরা।
রফিকুল ইসলাম বলেন, ‘আমার ছেলে ফেরি করে সিলভারের হাঁড়ি-পাতিল বিক্রি করে। ওই এলাকার স্থানীয় সন্ত্রাসীরা আগেও তার কাছ থেকে জোর করে ১০ হাজার টাকা চাঁদা নিয়েছে। পরে আবার টাকা চাইলে আমার ছেলে তা দিতে অস্বীকার করে। মহল্লার সন্ত্রাসী অনিক, মাহাবুব, জাকিরসহ কয়েকজন চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে গতকাল বিকেলে বিক্রমপুর প্লাজার পেছনে উজ্জ্বলকে ঘিরে ধরে। এরপর তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে নিজেদের পালিত কুকুর লেলিয়ে দেয়। কুকুরের কামড়ে আমার ছেলের শরীরের নানা জায়গায় জখম হয়। পরে তিনি থানায় গিয়ে পুলিশকে খবর দিলে তারা তাঁকে উদ্ধার করে।’