সন্ধান২৪.কম ওয়েবডেস্ক: অতি সম্প্রতি আমূল পরিবর্তন এসেছে বাংলাদেশে। দেশব্যাপী কোটা বিরোধী আন্দোলন, প্রবল চাপের মুখে হাসিনার পদত্যাগ এবং সে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন। তারপরেও নানা সময়ে শিরোনামে বাংলাদেশ। এবার অভিযোগ, চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুমে পিটিয়ে খুন একজনকে। ঘটনায় শিউরে উঠছেন দেশ-বিদেশের বাংলাদেশের মানুষজন।

বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বুধবার, ১৮ সেপ্টেম্বর। কী ঘটেছিল ঠিক? জানা গিয়েছে, চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথিকক্ষে আটকে রেখে এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। নিহত যুবকের নাম তোফাজ্জল বলে জানা গেছে,তিনি ছিলেন মানষিক ভাবে ভারসাম্যহীন। জানা গিয়েছে ফোন চোর সন্দেহে ওই যুবককে ধরে ঢাকা বিস্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথিকক্ষে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে তাকে মারধরের পর, ক্যান্টিনে নিয়ে গিয়ে রাতের খাবারও খাওয়ানো হয়। ফের শুরু হয় মারধর।
ঘটনায় অভিযোগের তীর বেশ কয়েকজন শিক্ষার্থীর দিকে। ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। পিটিয়ে হত্যার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার জানা গিয়েছে, পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। পদার্থবিজ্ঞান বিভাগের জালাল মিয়া, মৃত্তিকা, জল ও পরিবেশ বিভাগের মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন এবং সাজ্জাদকে আটক করা হয়েছে। ঘটনায় সমাজমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বহু মানুষ।
 
                                 
			 
    	 
                                 
                                

