ফ্লোরিডায় ছিপে মাছ তুলতেই জলাশয় থেকে উঠে এল বিশালাকার কুমির! তাড়া খেয়ে পড়ে গেলেন যুবক, তার পর?

সন্ধান২৪.কমঃ টমি লি যখন মাছ ধরার নেশায় বিভোর । তার হঠাৎই নজরে পড়লো কয়েক হাত দূরে জলের মধ্যে দুটো চোখ।

মাছ তুলতে গিয়েই তেড়ে এল কুমির। ছবি সৌজন্য টুইটার।

এই যুবক ভোরের আলো ফুটতেই ছিপ নিয়ে কাছেরই একটি জলাশয়ে মাছ ধরতে গিয়েছিলেন । জঙ্গলের মাঝে ওই জলাশয়ে মাঝেমধ্যেই মাছ ধরতে যান তিনি। ছিপ ফেলে মাছের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎই সুতোয় টান পড়তেই তিনি হুইলছিপের সুতো গোটাতে শুরু করেন।

হঠাৎই তাঁর নজরে পড়ে পাড় থেকে কয়েক হাত দূরে জলের মধ্যে দুটো চোখ ভাসতে দেখা যাচ্ছে। লি-র আর বুঝতে একটুও দেরি হয়নি যে, ওটা আসলে একটি কুমির। দ্রুত ছিপের সুতো গুটিয়ে মাছটিকে সবে ধরতে যাবেন, বিদ্যুৎগতিতে কুমিরটি পাড়ের দিকে সাঁতরে আসে। কোনও রকমে ছিপ নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করেন লি।

কিন্তু লি-কে অনুসরণ করে এগোতে থাকে কুমিরটিও। পালাতে গিয়ে গাছের মধ্যে পা জড়িয়ে পড়ে যান। যদিও তার পর আর বেশি দূর এগোনোর চেষ্টা করেনি কুমির। তবে বরাতজোরে বেঁচে গিয়েছেন লি।

ঘটনাটি আমেরিকার ফ্লোরিডার। যুবককে কুমিরের তাড়া করার এই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

Exit mobile version