সন্ধান২৪.কম: আগামী ২১ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ,যুব লীগ ও ছাত্রলীগ যৌথ ভাবে এক প্রস্তুতি সভার আয়োজন করে।
গত ৩০ জুলাই সন্ধায় জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে এই প্রস্ততি সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি কাজী আজিজুল হক খোকন।
প্রস্তুতি সভার আলোচনায় অংশ গ্রহন করেন এম আলম বিপ্লব,হোসেন সোহেল রানা, জুয়েল আহমেদ, গাজী লিটন,লস্কর মইজুর রহমান জুয়েল,ইলিয়ার রহমান,তুরান রহমান,কাজী কয়েস,রিয়াজ রহমান প্রমূখ।

সভায় বক্তরা বলেন, আমাদের দেশকে বিনাশ করার জন্য ১৫ আগস্টের হত্যাকান্ড ঘটানো হয়েছিল। এই দিনটি পাকিস্তানের স্বাধীনতা দিবস। ঘাতকেরা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে তাদের ষড়যন্ত্র ও জিঘাংসাকে বাস্তবায়ন করার জন্য এই দিনটিকেই বেছে নিয়েছিল। কিন্তু আমাদের সৌভাগ্য ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও বাংলাদেশকে তারা ব্যর্থ করে দিতে পারেনি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন।
সভা শেষে জ্যাকসন হাইটসে একটি শান্তি সমাবেশের আয়োজন করে। সমাবেশে আওয়ামী লীগ, শ্রমিক লীগ,যুব লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন।