সন্ধান২৪.কম: ‘নতুন দিনের আহ্বানে এলো বৈশাখ’ এই শ্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশনের ব্যবস্থাপনায় গত ১১ মে কুইন্সের দ্য মেরী লুইস একাডেমীতে বর্ষবরণ উদযাপন করা হয়।
বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এলামনাইবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান এবং মার্কস হোম কেয়ারের সত্বাধিকারী ইন্জিনিয়ার মাহফুজুল হক। তাদের ফুল দিয়ে বরণ করে নেন উপদেষ্টা একরামুল করিম এবং আশুতোষ সাহা। বিকাল ৫ টায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন উৎসবের আবহায়ক শামিমআরা বেগম এবং সদস্য সচীব তামান্না শবনম পাপড়ী।
এ সময় সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে পরিবেশন করা হয় বৈশাখী সংগীত।
এবারের উৎসবে পোশাকের থিম ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঝিলে ফোটা শাপলা ফুল। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ঐতিহ্যবাহী ইলিশ, ভর্তা-ভাজিসহ বাঙালি খাবার এবং পান-সুপারি দিয়ে আপ্যায়ন করা হয়। আহবায়ক শামীম আরা বেগম এবং সদস্য সচীব তামান্না শবনম পাপড়ী শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠানের শুরু করেন।
এবারের বর্ষবরণ অনুষ্ঠানে প্রবাসে বাঙালির গর্ব, সাংবাদিকতায় বিশেষ ভূমিকার জন্য সাপ্তাহিক বাঙালী পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
সন্ধ্যার পর শুরু হয় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এটি পরিকল্পনা ও পরিচালনা করেন ম্যারীস্টেলা আহমেদ শ্যামলী, শারমিন আক্তার রেক্সোনা ও তানজিল মাহমুদ। যন্ত্র কৌশলে ছিলেন তানভির সাহিন, কি-বোর্ডে রাজিব রাসেল, তবলায় দেবু চৌধুরী, গীটার সাইদ ও আকাশ, ঢোলকে মোবারক হোসেন।
অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনা ছিলো কানাডার টরোন্টো থেকে আগত বাংলাদেশের ব্যান্ড শিল্পী শাহানুর রহমান লুমিনের বিশেষ একক কনসার্ট। উপস্থাপনায় ছিলেন দুররে মাকনুন নবনী ও গোলাম মোস্তফা।