জামাতের সঙ্গে জোট নয়, এনসিপি একক শক্তিতে লড়বে: নাহিদ

সন্ধান২৪.কম ডেস্ক ঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদের নির্বাচনে অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করবে না।বুধবার এ কথা জানিয়েছেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘‘আমরা এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সে লক্ষ্যে সব ক’টি আসনেই শাপলা কলির জন্য (যে নির্বাচনী প্রতীকের দাবি জানিয়েছে এনসিপি) প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ করছি।’’

অন্য দিকে, বুধবার নাসিরুদ্দিন জানিয়েছেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রথম খসড়া প্রার্থিতালিকা প্রকাশ করবেন তাঁরা।

গত ২৮ অক্টোবর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি জানিয়েছিলেন, জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামি’ (‘জামাত’ নামেই যা পরিচিত)-র সঙ্গে বোঝাপড়া করতে পারেন তাঁরা। কিন্তু বুধবার নাহিদ একক ভাবে ৩০০ আসনে লড়ার বার্তা দেওয়ায় এনসিপির অন্দরে ‘ভিন্নমত’ কার্যত প্রকাশ্যে চলে এল। অবশ্য, সরাসরি জোটের সম্ভাবনা উড়িয়ে না দিয়ে নাহিদ বলেছেন, ‘‘সমঝোতা বা জোট রাজনৈতিক বা আদর্শগত জায়গা থেকে হতে পারে। জুলাই সনদ ও আমাদের সংস্কারের দাবিগুলির সঙ্গে যদি কোনও দল ঐক্য বা সংহতি প্রকাশ করে, সে ক্ষেত্রে জোটের বিষয়টি বিবেচনা করা হতে পারে। কিন্তু আমরা এখন পর্যন্ত একক ভাবেই এগোচ্ছি।’’

গত বছরের ৫ অগস্ট বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর থেকে বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে জামাত ও এনসিপি-র মতের মিল দেখা যাচ্ছিল। ফলে তাদের রাজনৈতিক জোট হিসেবেও মনে করা হচ্ছিল। আচমকাই তাল কাটে জুলাই সনদে সই করা না করা নিয়ে। সূত্রের খবর, এনসিপি নেতৃত্ব ধরে নিয়েছিলেন, আইনি ভিত্তির নিশ্চয়তা না পেলে জামাত জুলাই সনদে সই করবে না। সই না করার ব্যাপারে এনসিপি অনড় থাকলেও জামাত সিদ্ধান্ত বদল করে সনদে স্বাক্ষর করে। এর পরে এনসিপি নেতাদের একাংশ ধারাবাহিক ভাবে জামাতের সমালোচনা করছেন। নাহিদ বুধবার বলেন, ‘‘বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের সংস্কৃতিতে দেখেছি, যাদের টাকা আছে, গডফাদারগিরি করে, তারাই নির্বাচনে দাঁড়ায়। আমরা সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই।’’

 

Exit mobile version