সন্ধান২৪.কমঃ কবি শামস আল মমীনের একগুচ্ছ কবিতা নিয়ে বাচিক শিল্পী জি এইচ আরজু ‘র একক কবিতা সন্ধ্যা ‘কবিতা একটা যুদ্ধ’ হয়ে গেল ।
গত শনিবার, ৫ নভেম্বর বিকেল ৫টায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এই ব্যতিক্রমী কবিতাপাঠের আসর ছিল দর্শক-শ্রোতা পরিপূর্ণ।

অনুষ্ঠানের শুরুতেই কবি শামস আল মমীনের জীবনী পাঠ করেন সাবিনা নিরু ও বাচিক শিল্পী জি এইচ আরজুর জীবনী পাঠ করে শোনান দূররে মাকনুন নবনী। আরজুর কবিতার আবৃত্তির সাথে সঙ্গীত পরিবেশন করেন সুপ্রিয়া চৌধুরী।
শুরুতে কবি শামস আল মমীন তার শুভেচ্ছা বক্তব্যে বাচিক শিল্পী জি.এইচ আরজু ও উপস্থিত দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানান।
এছাড়াও উপস্থিত মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্মান জানান সাংস্কৃতিক কর্মী কামাল হোসেন মিঠু। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ছড়াকার মনজুর আহমেদ।

অনুষ্ঠানে মমীনের ২০ টি কবিতা আবৃত্তি করা হয়। এর মধ্যে ‘বসত ভিটা’, ’শাহবাগ’, ’কথা বলা দরকার’, ’হাত’, ‘আমেরিকান বাঙালী মন’,‘আয়লান উর্দী’,’মা’ ও ‘এই কবিতা তুমি পড়বে’ কবিতা আবৃত্তি উপস্থিত দর্শক-শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়। জি এইচ আরজু কবিতা আবৃত্তি করতে গিয়ে প্রায় প্রতিটি কবিতার প্রেক্ষাপট ও সেই কবিতা মূল্য তুলে ধরেন। শ্রতিমুগ্ধ কবিতা আবৃত্তির জন্য মিলনায়তনে উপস্থিত সুধীজন করতালি দিয়ে আরজুকে অভিনন্দিত করেন।
কবিতা আবৃত্তি সন্ধার এই আয়োজনের মঞ্চসজ্জায় আকতার আহমেদ রাশা, শব্দযোজক তানভীর শাহীন, কি বোর্ড বাদক মাসুদুর রহমান এবং আলো প্রক্ষেপনে ছিলেন সিজান।
অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধান করেন শিরিন রহমান আলো।