সন্ধান২৪.কম প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট ২৫ এর কাউন্সিলম্যানের প্রার্থী শাহ হক (শাহ শহীদুল হক) চারজন প্রার্থীর মধ্যে ৪র্থ হয়েছেন । তার নির্বাচনী এলাকা জ্যাকসন হাইটস, এলমহার্স্ট ও উডসাইড নিয়ে গঠিত। তিনি পেয়েছেন ১১২৭ ভোট।


এই এলাকা থেকে কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান কাউন্সিলম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।
শেখর কৃষ্ণান ৬৯.৯% ভাগ ভোট পেয়েছেন। অপর দিকে শাহ হক ৩.৭% ভাগ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। উল্লেখ্য এই পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
২য় হয়েছেন রামিস ফেরিয়ার,তিনি ভোট পেয়েছেন ৬০৯৪,ভোটের শতকরা হার ২০.২। ৩য় হয়েছেন রিকার্ডো পেসিকো,তিনি ভোট পেয়েছেন ১৮৪৯ ( ৬.১%)।

নির্বাচিত কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান ভোট পেয়েছেন ২১,০৮২ এবং ৬৯.৯ % ভোট। আর ৪র্থ স্থানে থাকা একমাত্র বাঙালি প্রার্থী শাহ হক ভোট পেয়েছেন ১১২৭।

শাহ শহীদুল হকের নির্বাচনের প্রচার নিয়ে একজন প্রত্যক্ষদর্শী বলেন,শহীদুল ভাই একাই পোষ্টার লাগান,একাই প্রচার করেন। তার সাথে কাউকে থাকতে দেখি নাই। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি ও আশপাশের এলাকায় তিনি একাই ব্যানার ও পোষ্টার লাগান। শহীদুল ভাই জানেন তিনি কোন দিন জিততে পারবেন না। তাই ভোট প্রচারে পয়সা খরচ না করে নিজের পকেটে রেখে দেন,এটা তার ধান্দা।
সমাজসেবক আব্দুর রহমান বলেন,শহীদুলের মত অযোগ্য,অদক্ষ,অসৎ ব্যক্তিকে কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করলে,মেইনস্ট্রিমে বাঙালিদের মাথা নিচু হবে। কারণ সিটিতে তিনি কাউন্সিলম্যান হিসেবে যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখতে পারবেন না। ফলে বাঙালিদের মেধার দৌড় কতদূর তা প্রকাশ হয়ে পড়বে এবং সব বাঙালিকেই তার মত করে ভাবতে শুরু করবে।
জ্যাকসন হাইটসের একজন ব্যবসায়ী জানান,শাহ শহীদুল হক বিশেষ উদ্দেশ্য নিয়ে নির্বাচনে দাঁড়ান,কারন তিনি নিজেও জানেন যে,তাকে কেউ নির্বাচিত করবেন না। শুধুমাত্র ডলার ইনকামের জন্যই তিনি ভোটে দাড়ান। এই অস্য উদ্দেশ্য বিদেশীদের কাছে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।


