সন্ধান২৪.কম: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে রবিবার সকালে। আমেরিকা এবং কানাডার ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে রবিবার সকালে। আমেরিকা এবং কানাডার ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। বিশ্বকাপে থাকছে উদ্বোধনী অনুষ্ঠানও।
এ বারই প্রথম আমেরিকায় ক্রিকেটের এত বড় কোনও প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। সহ-আয়োজক হিসাবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। বিশ্বকাপ নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে। প্রায় সব দেশই আমেরিকা বা ওয়েস্ট ইন্ডিজ়ে পৌঁছে গিয়েছে।
বিশ্বকাপের আগে উদ্বোধনী অনুষ্ঠানে একাধিক পরিকল্পনা করেছে আইসিসি। সেগুলিই তুলে ধরা হলো :
আমেরিকায় কি রবিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠান হবে? আমেরিকার সংবাদপত্রের দাবি, ছোট করে একটি উদ্বোধনী অনুষ্ঠান হবে। টসের আগে ১০ মিনিট সেই অনুষ্ঠান চলবে। তবে কারা সেখানে পারফর্ম করবেন সে ব্যাপারে কিছু জানা যায়নি।
বিশ্বকাপে কি তা হলে দু’টি উদ্বোধনী অনুষ্ঠান? আমেরিকায় উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপারে আইসিসি কিছু বলেনি। তবে ওয়েস্ট ইন্ডিজ়ে অনুষ্ঠান হবে। রবিবার ভারতীয় সময় রাত আটটায় ওয়েস্ট ইন্ডিজ় বনাম পাপুয়া নিউগিনির ম্যাচ রয়েছে। সেখানে অনেক তারকার উপস্থিত থাকার কথা।
কারা পারফর্ম করবেন উদ্বোধনী অনুষ্ঠানে? ত্রিনিদাদের বিখ্যাত গায়ক ডেভিড রাডার এবং এরফান আলভেসের পারফর্ম করার কথা। থাকবেন ‘চাটনি’ মিউজ়িক খ্যাত রবি বি। ডিজে আন্না এবং আলট্রারও থাকার কথা রয়েছে।
কী ভাবে অনুষ্ঠান দেখা যাবে? ভারতীয়রা স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে এবং বিনামূল্যে ডিজনি হটস্টার অ্যাপে দেখতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হবে? গায়ানার জাতীয় স্টেডিয়ামে। সেখানেও প্রথম ম্যাচ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ়।
ক’টা থেকে শুরু? বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা এবং যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে সকাল ৮.৩০টা।