ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে ইউক্রেনীয় ব্যবহারকারীদের সকল ডেটা নিরাপদ থাকবে। টেলিগ্রামের সহপ্রতিষ্ঠাতা রাশিয়ান বংশোদ্ভূত বিলিয়নিয়ার পাভেল দুরভ একটি টেলিগ্রাম পোস্টে এ কথা জানিয়েছেন।
পাভেলের টেলিগ্রাম পোস্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রুশ–ইউক্রেন যুদ্ধের কোনো প্রভাব টেলিগ্রাম ব্যবহারকারীদের ওপর পড়বে না। কারণ ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষাই আমাদের প্রাধান্য। তাই টেলিগ্রামে ইউক্রেনীয় ব্যবহারকারীদের ডেটার সুরক্ষা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।
পাভেল দুরভ বর্তমানে দুবাইতে বসবাস করেন।
ইউক্রেনে সবচেয়ে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হচ্ছে টেলিগ্রাম। দেশটির বর্তমান পরিস্থিতি বিবেচনায় কিছু বিশেষজ্ঞ টেলিগ্রামে ব্যবহারকারীদের ডেটার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।