ট্রাম্পের বিজয়ে যুক্তরাষ্ট্র আ. লীগ ও বাংলাদেশের প্রবাসী সংখ্যালঘুদের উচ্ছ্বাস

সন্ধান২৪.কম: ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আমেরিকায় বসবাস করা হিন্দুরা উচ্ছ্বাস মেতে উঠেছে।

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ। বুধবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ অভিনন্দন বার্তা দিয়েছেন। এ ছাড়া নির্বাচনের কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সোসালমিডিয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ট্রাম্পের পক্ষে প্রচার-প্রচারণা চালাতে এবং তাকে ভোট দেয়ার আহ্বান জানান।

ট্রাম্প নির্বাচিত হওয়ায়  ইউএস আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন ড. সিদ্দিকুর রহমান। এক বার্তায় তিনি বলেন, ইউএস আওয়ামী লীগের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় President Donald Trump কে শুভেচ্ছা ও অভিনন্দন ।
আমরা আশা করবো নির্বাচনের প্রাক্কালে দেওয়া প্রতিশ্রুতি পালন করবেন। উনি বলেছেন বাংলাদেশ যে অসহায় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তা হতো না নিজে প্রেসিডেন্ট থাকলে। স্বাভাবিক ভাবেই প্রেসিডেন্ট এর দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে গনতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারকে জোরপূর্বক সড়ায়ে অবৈধ অনির্বাচিত অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন দখলদার সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বাইডেন প্রশাসনের সমর্থন পুষ্ট বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশের ১৭ কোটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিনীত আহবান জানাচ্ছি।
আমরা President Donald Trump এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
“এখানে উল্লেখ্য যে, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের পক্ষে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট Donald Trump কে অভিনন্দন জানিয়েছেন”।
ট্রাম্পের পক্ষে ভোট দিতে নিউইয়র্ক শোভাযাত্রা

অনের বিশ্বাস বাইডেন প্রশাসনের সাথে ড. মুহাম্মদ ইউুনুসের সম্পর্ক  ঘনিষ্ট। অপর দিকে ট্রাম্পের সাথে  শেখ হাসিনার পরিবারের আছে মধুর সম্পর্ক। তা ছাড়াও ট্রাম্প-মোদির সম্পর্ক বন্ধুত্বের। ট্রাম্প ক্ষমতায় প্রত্যাবর্তনে ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলতে পারবেন বলে রাজনৈতিক মহলের ধারনা। সেই ভাবনা থেকেই ট্রাম্প ক্ষমতায় ফিরে আসায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা উল্লাসে মেতে উঠেছে। তারা মনে করছে ট্রাম্প ক্ষমতায় আসায় ভারতের মধ্যস্থতায় বাংলাদেশের রাজনীতিতে আবার আওয়ামী স্বমহিমায় ফিরে আসতে পারবে।

নির্বাচনের দুইদিন আগে নিউইয়র্কে ট্রাম্পের সমর্থনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গাড়ির বহর নিয়ে শোভাযাত্রা করে। আওয়ামী লীগের নেতা নাসির আলী খান পলের নেতৃত্বে শোভাযাত্রাটি জ্যাকসন হাইটস,জ্যামাইকাসহ শহরের গুরত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

অপর দিকে ট্রাম্পের বিজয়ে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের হিন্দু সম্প্রদায় দারুন খুশী হয়েছে। তাদের ধারনা ট্রাম্প সংখ্যালঘুদের দিকে বিশেষ নজর দিবেন।

আমেরিকায় নির্বাচনের আগে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার নিয়ে সরব হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। একদিকে বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ইস্যু নিয়ে সরব হলেন, সেই সঙ্গে জুড়ে দিলেন মার্কিন মুলুকে বাইডেন আমলে ‘হিন্দুদের প্রতি অবহেলা’ নিয়ে। শুধু বাংলাদেশ নয়, ডেমোক্র্যাটিক পার্টির শাসনে আমেরিকাতেও হিন্দুরা সঙ্কটেই, অভিযোগ ট্রাম্পের।

ট্রাম্প তীব্র নিন্দা করেছিলেন  বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনার। খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে বলে দাবি করেছেন রিপাবলিকান পার্টির নেতা। দলবদ্ধভাবে সংখ্যালঘুদের উপর হামলা ও লুঠপাট চালানো হচ্ছে বলেও সোশাল মিডিয়া পোস্টে অভিযোগ করেন তিনি। ট্রাম্পের দাবি, বাংলাদেশে চূড়ান্ত অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে।  আমার নজরে থাকলে এমনটা কখনই হতে পারত না। সেই সঙ্গে ট্রাম্পের আশ্বাস, রিপাবলিকান পার্টির সরকার এলে আমেরিকায় হিন্দুদের অধিকার সুরক্ষিত হবে বলে আশ্বাসও দেন।

ট্রাম্পের আশ্বাস, কমলা হ্যারিস এবং জো বাইডেন সারা বিশ্বে এবং আমেরিকাতে হিন্দুদের উপেক্ষা করে চলেছে।

 

 

Exit mobile version