(সম্প্রতি ডক্টরেট ডিগ্রি নিয়ে নিউইয়র্কে বাঙালি কমিউনিটিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমেও এই ডিগ্রি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এই ডক্টরেট ডিগ্রি নিয়ে ফেসবুকে ধারাবাহিক ভাবে লিখছেন,সাংবাদিক হাবিব রহমান। আজ তার লেখার প্রথম কিস্তি প্রকাশ করা হলো। সম্পাদক : সন্ধান )
হাবিব রহমানঃএকজন ব্যবসায়ীর ডক্টরেট প্রাপ্তি নিয়ে নিউইয়র্ক এখন সরগরম।বলা যায় -টক অব দ্য সিটি।কারণটা সঙ্গতই বলা যায়।পিএইচডি হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ একাডেমিক ডিগ্রি। শিক্ষক, গবেষক ও স্কলারদের জীবনের শ্রেষ্ঠ অর্জন। এই ডিগ্রি অর্জনের জন্য বেশ কয়েকটি ধাপ পেরুতে হয় শিক্ষার্থীদের। এরমধ্যে অন্যতম গবেষণা, তত্ত্বাবধায়ক ও বহিঃপরীক্ষক নিয়োগ, এলিজেবিলিটি টেস্ট, কোর্স ওয়ার্ক, একাডেমিক সেমিনার ও মানসম্মত অভিসন্দর্ভ রচনা অপরিহার্য।আন্তর্জাতিক মানের লেখনীর পরই অর্জন করা সম্ভব হয় এই ডিগ্রি। উচ্চতর পর্যায়ে কষ্টসাধ্য এই ধাপগুলো উত্তরণের জন্য করতে হয় কঠোর পরিশ্রম।বহু শ্রম, সাধনা, তিতিক্ষা ও অধ্যবসায়ের ফলে এই ডিগ্রি অর্জিত হয়। পুরো প্রক্রিয়াটি বোর্ড অব অ্যাডভান্স স্টাডিজ, অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। যেন তেন অভিসন্দর্ভ লিখলে হয় না। যে ভাষায় থিসিস রচিত হবে তার ভাষাশৈলী ও বাক্যবিন্যাস আন্তর্জাতিক মানের হওয়া বাধ্যতামূলক। থিসিসে নতুন তথ্য, ফ্যাক্ট উদ্ভাবন করতে হয় এবং ফলাফল তুলে ধরতে হয় অথবা উদ্ভাবিত তথ্য উপাত্তকে ক্রিটিক্যালি এক্সামিন করতে হয় এবং মতামত দিতে হয়। ক্ষেত্র বিশেষে সুপারভাইজার বিদেশী বিশেষজ্ঞ পরীক্ষক নিয়োগ দিয়ে থাকেন। এ প্রক্রিয়ার মাধ্যমে একজন গবেষক পিএইচডি ডিগ্রি অর্জন করে থাকেন। ডক্টরাল ডিগ্রি অত্যন্ত সম্মান ও মর্যাদার। গবেষক তার নামের শুরুতে ড. বা ডক্টর লিখে থাকেন। এটা স্বীকৃত রেওয়াজ। শিক্ষিত মানুষও মনে করে ডক্টরাল ডিগ্রিধারী সংশ্লিষ্ট ফিল্ড ও ডিসিপ্লিনে বিশেষজ্ঞ।আর সে ধরনের একটি কথিত ডিগ্রী যখন কোন একজন ন্যূনতম ডিগ্রী ছাড়াই একজন নিজেকে প্রাপ্তির ঘোষণা দেন তখন তা কৌতুক উদ্রেক করে বৈকি!
সম্প্রতি সোস্যাল মিডিয়ায় চোখে পড়লো কমিউনিটির আরো কয়েকজনের নাম।যারা যোগ্যতার ভিত্তিতে নয় এমনিভাবে অর্থ খরচ করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডিগ্রী নিয়ে নামের আগে ড. বা ডক্টরেট লিখে বহাল তবিয়তে বুক উঁচিয়ে কমিউনিটতে বুক উচিয়ে বিচরণ করছেন।
একজন পিএইচডি গবেষককে তার ডিগ্রী অর্জনের জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হয়। বলা যায় পশুর মত খাটতে হয়।একবার এমনি একজন গবেষক তার চিকিৎসার জন্য একজন পশু চিকিৎসকের কাছে গেলে সেই চিকিৎসক বলেন, ‘ভাই, আমি তো পশু চিকিৎসক । আপনি ভুল জায়গায় এসেছেন।‘
গবেষক তখন বলেন, ‘ডাক্তার সাহেব, দেখুন, আমি মাথায় কাজের বোঝা নিয়ে কুকুরের মত ঘুমাই, সকালে ঘোড়ার মত জেগে উঠি, হরিণের মত দৌড়ে কাজে যাই, সারাদিন গাধার মত ল্যাবে পরিশ্রম করি, নতুন নতুন আইডিয়া নিয়ে প্রতি মুহূর্তে চিন্তা করি শিয়ালের মত… এরপরও কি আমার চিকিৎসা করতে আপনার আপত্তি আছে?’
শুনতে খারাপ লাগলেও এই জোকটি কিন্তু যারা কঠোর পরিশ্রম করে পিএইচডি ডিগ্রি অর্জনকরে তাদের একনিষ্ঠ অধ্যবসায়কেই তুলে ধরে।
কিন্তু অবস্হাদৃস্টে দেখা যাচ্ছে,এখন আর লজ্জা শরমের বালাই নেই।নিজের যোগ্যতার প্রশ্ন নেই।লোকে কি বল্লো তা শোনার সময় নেই।যেন প্রকারে একটা ডিগ্রী কিনে গলায় ঝুলানোর পারলেই কেল্লা ফতে!
এধরণের পরিস্থিতিতে সবচেয়ে বিব্রতকর অবস্থায় পড়েন যারা মাথার ঘাম পায়ে ফেলে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তারা। যাদের পিএইচডি স্বোপার্জিত, কষ্টার্জিত । তাদের নামের আগেও ‘ডঃ’ দেখে ভূয়া- পিএইচডি ধারীরা অনেকেই এমনভাবে তাকান যেন তাদের চোখ জিজ্ঞেস করছে, ‘ভাই-আপনারটা কত পড়লো ?’
যোগ্যতাহীন যারা অর্থ দিয়ে পিএইচডি বা ডক্টরেট ডিগ্রি কিনে নামের আগে ‘ডঃ’ লাগানোর মধ্যে দিয়ে চরম আত্ম প্রবঞ্চণা করছেন এটা কি আত্ম-প্রতারণার নামান্তর নয়?সামাজিক মর্যাদা লাভের জন্য এই আত্ম প্রবঞ্চনা আপনাদের কি একটুও লজ্জিত করেনা?ভূয়া ডক্টরেট দিয়ে বৈষয়িক লাভ বা সামাজিক মর্যাদা পাওয়া যায়- ভাল কথা। কিন্তু এই তকমাটি যেভাবে ‘ডঃ’ হয়ে গলার মধ্যে ঝুলে থাকে তা কি প্রতিনিয়ত আত্মপীড়নের কারণ হয় না?
একসময় এদেশে প্রাচীন কবিরা লিখেছেন: ‘আপনারে বড় বলে, বড় সেই নয়/ লোকে যারে বড় বলে বড় সেই হয়।/ বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার/ সংসারে সে বড় হয়, বড় গুণ যার।/গুণেতে হইলে বড়, বড় বলে সবে/বড় যদি হতে চাও, ছোট হও তবে’’। (বড় কে- হরিশচন্দ্র মিত্র)।
এখন আমরা এই কবিতা বদলে দিয়েছি। আমরা লিখছি, ‘নিজে যাকে বড় বলে বড় সে-ই হয়। লোকে কাকে কী বলিল শুনিবার নয়।’
পুরানো কবিতা বদলে দিয়ে আসুন আমরা আমাদের মতো করে বলি—-/আপনাকে বড় বলে, বড় সেই হয়/লোকে যারে বড় বলে বড় সেই নয়।/বড় হওয়া সংসারেতে সহজ ব্যাপার/সংসারে সে বড় হয় ছোট গুণ যার।/গুণে হইলে ছোট, বড় বলে সবে/ছোট যদি হতে চাও, বড় হও তবে।’
হ্যাঁ, পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের বদলে যেতে হবে। নিজেদের মতো করে সবকিছু ভাবতে হবে। আগে নিজেকে নিজে বড় ভাবতে হবে। লোকে কি বলল, না বলল তাতে কিছু আসে যায় না। লোকে যাকে বড় বলে বড় সে নয়, নিজে যাকে বড় বলে বড় সেই হয়।
(চলবে)।
নিউইয়র্ক
১৯ মার্চ।