নতুন রূপে ডেস্কটপ জিমেইল


মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ইমেইল সেবা জিমেইলের ডেস্কটপ ভার্সনে পরিবর্তন আনছে। এখন থেকে জিমেইল ব্যবহারকারীরা একটা রিফ্রেশড ইন্টারফেস দেখতে পাবেন।

নতুন ডিজাইনের অঙ্গ হিসাবে ব্যবহারকারীরা গোলাকার প্রান্ত এবং একটি স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড (কাস্টম ওয়ালপেপার) চাক্ষুষ করতে পারবেন। তবে অনেক ইউজারদেরই এ নতুন জিমেল ডিজাইন পছন্দ নাও হতে পারে। আর সেই কারণেই গুগল পুরোনো সেটিংসে ফিরে যাওয়ার অপশনও দিচ্ছে গ্রাহকদের। এ বছরের জানুয়ারিতে গুগল নতুন জিমেইলের ডিজাইন পরিবর্তনের ঘোষণা দিয়েছিল। তখন জানিয়েছিল, ‘জিমেইলে সবার জন্য নতুন ডিজাইন কার্যকর হবে। পুরোনো লুক ও ডিজাইনে ফিরে যাওয়ার কোনো অপশন থাকবে না।’

জিমেইলের নতুন লুকওভারে ঠিক বাঁ দিকে থাকছে দুটি প্যানেল- তার একটিতে থাকছে মেইল এবং মিটের জন্য ছোট্ট বাটন। অন্য প্যানেলে থাকছে ইনবক্স, স্টার্ট, স্প্যাম এবং আরও অনেক কিছু। আগের প্যানেলটিতে গুগল দ্বারা একটি ডেডিকেটেড চ্যাট বাটন অন্তর্ভুক্ত করা থাকলেও সেটি করা হয়নি। কিন্তু সেটি আমরা যখন এনাবল করতে যাই, সেই পুরোনো ডিজাইনেই ফিরে আসে। এ নতুন প্যানেলে এখন নোটিফিকেশন বাবল দেখানো হচ্ছে, ঠিক যেমনটা আইফোনে দেখা যায়। তবে এ বাবল লুকিয়ে রাখার কোনো অপশন নেই বলেই মনে হচ্ছে।

Exit mobile version