সংগীত পরিচারক ও ড্রামার রুমি রহমান ব্রেন স্ট্রোক করে মারা গেছেন। রোববার দিবাগত ভোররাত ৫টা ৪০ মিনিটে ধানমণ্ডির বাসায় মারা যান তিনি। আর্টসেল ব্যান্ডের কাজী ফয়সাল আহমেদ এমনটিই নিশ্চিত করেছেন।
দেশে শীর্ষ ড্রামারদের মধ্যে অন্যতম ছিলেন রুমি। মাঝে অভিনেত্রী তাজিন আহমেদকে বিয়ে করেছিলেন। তিনিও চলে গেলেন অকালে।
জানা গেছে, দলছুটের সঞ্জীব চৌধুরীর অকাল মৃত্যুর পর থেকে রুমি রহমান হতাশাগ্রস্ত ছিলেন। এরপর সেখাবে সংগীতে নিয়মিত হতে পারেননি তিনি।