সন্ধান২৪.কম : নিউইয়র্কে “যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি: গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক এক সেমিনারের আয়োজন করে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব।
শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস্ এ স্থানীয় একটি রেস্তোরায় এ সেমিনারের আয়োজন করে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব। সেমিনারে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শওকত ওসমান রচি এবং সভা পরিচালনা করেন সাংবাদিক ও লেখক দর্পণ কবীর।

আলোচ্য বিষয়ের উপর আলোচনা করেন প্রবীণ সাংবাদিক মনজুর আহমদ, সাংবাদিক ও নাট্যকার সাঈদ তারেক, লেখক ও কলামিস্ট হাসান ফেরদৌস, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, সাপ্তাহিক প্রবাস এর সম্পাদক মোহাম্মদ সাঈদ, প্রথম আলো উত্তর আমেরিকা পত্রিকার নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম, প্রবাস নিউজ-এর সম্পাদক শামীম আহমেদ, সাউথ এশিয়ান টাইমস এর সম্পাদক দীপক আচার্য, প্রথম আলো পত্রিকার নিউইয়র্ক প্রতিনিধি তোফাজ্জল লিটন, সাংবাদিক মাহামুদুল হাসান পাহলবী ও এক্টিভিষ্ট মিজানুর রহমান।
কী -নোট স্পিকার হিসাবে প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন টিবিএন ২৪ টেলিভিশনের পরিচালক ও টকশো উপস্থাপক হাবিব রহমান।

সেমিনারে প্রবীণ সাংবাদিক ও লেখক মনজুর আহমদ বলেন, নিউইয়র্ক থেকে প্রকাশিত পত্রিকাগুলো সংকটে পড়েছে। এখানে কী পেশাদার সাংবাদিকরা কাজ করছেন? এরওপর রয়েছে লিখিয়ে সাংবাদিক আর অলিখিয়ে সাংবাদিক। লিখতে পারেন না, এমন সাংবাদিকরা মুখ চালিয়ে সাংবাদিকতা করছে। তিনি বলেন, আগে পত্রিকাগুলোতে ইতিবাচক সাংবাদিকতা ছিল, এখন তা নেই। আগে সাংবাদিকরা পত্রিকা বের করতো, এখন ব্যবসায়ীরা পত্রিকা বের করেন বা কিনে নেন। তাদের ছবি ছাপা হয় বেশি। সাংবাদিকতা কোথায়? তিনি আরো বলেন, টিভি চ্যানেল মানুষের পকেটে ঢুকে গেছে। পকেট টিভি, অনলাইন, ফেসবুক জুড়ে দায়িত্বহীন সাংবাদিকতা দেখছি। আমি বলব, খোদ সংবাদ মাধ্যমই এখন সংকটে!
সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রে অভিবাসী সমাজ ক্রান্তিকাল অতিক্রম করছে। এখন গণমাধ্যমের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। শ্বাসরুদ্ধ সময়ে অভিবাসীরা চাপা উদ্বেগের মধ্যে রয়েছেন। গণমাধ্যমের কাজ হচ্ছে সঠিক তথ্য দ্রুত প্রকাশ করা। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেখতে চায় অভিবাসীরা। বক্তারা বলেন, ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার লড়াই, ভারসাম্য সমাজ গঠনে গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে গণমাধ্যম। অস্থির ও উদ্বিগ্ন এই সময়কালে মিডিয়া কর্মীদের সংবাদ প্রকাশে সতর্ক ও সচেতন থাকা জরুরি। তারা বলেন, বাংলা ভাষার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সংকটে আবর্তিত। এ সংকটকাল মোকাবেলা করতে সাংবাদিক এবং মিডিয়া মালিকদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা খুব জরুরি বলে বক্তারা অভিমত প্রকাশ করেন। তারা বলেন, অতীতে দেখা গিয়েছে, গণমাধ্যম এই যুক্তরাষ্ট্রে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এবং বিভিন্ন আন্দোলন সফল করতে ভূমিকা রেখেছে। বক্তারা মিডিয়া সঠিক তথ্য দ্রুত প্রকাশ করার আহবান জানান এবং ভুল তথ্য বা চটকদার সংবাদ পরিবেশন করে প্যানিক সৃষ্টি না করার আহবানও জানান।


