সন্ধান২৪.কম: নিউইয়র্কের সুপার শপিংমলগুলোতে প্রতিদিন শত শত ডলারের জিনিস চুরি হচ্ছে । তাই চুরি যাওয়ার আশঙ্কায় এখন তালা দিয়ে রাখা হচ্ছে রেজর,সাবান, টুথপেস্ট, চকোলেট, ওয়াশিং পাউডার ও ডিওডোরেন্টের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো।
এই পরিস্থিতির মোকাবিলায় বিভিন্ন শপিং মল কিংবা দোকানে কাঁচের দেওয়ালের ভিতরে রাখতে হচ্ছে বিভিন্ন দ্রব্য। রাখা হয়েছে ‘কল বাটন’-এর ব্যবস্থাও। এ ক্ষেত্রে কেউ হাত দিলেই বেজে উঠবে অ্যালার্ম। তবে এ সমস্ত ব্যবস্থাও সব ক্ষেত্রে যে কার্যকরী হচ্ছে, তা নয়।
দ্রব্যসামগ্রীর দাম বৃদ্ধির মধ্যে লাগাতার ছোটখাটো ও পরিকল্পিত বড় চুরি ঠেকাতেই নিউইয়র্কের বড় বড় চেইন ষ্টোরগুলো এমন উদ্যোগ নিয়েছে।
একটি প্রতিষ্ঠানের ম্যানেজার জানান, খুচরো বিক্রেতা সংস্থায় চুরি নতুন কিছু নয়। কিন্তু এই প্রবণতা উত্তরোত্তর বেড়ে চলায় বহু সংস্থাই এখন বিপাকে পড়েছে। এর প্রভাব পড়ছে ব্যবসাতেও।
স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ক্রেতা সেজে মাস্ক ও জ্যাকেট পরে ‘বেøাটর্চ’ ব্যবহার করে নিউ ইয়র্কে আউটলেটে কাঁচের দেওয়াল ভেদ করে অনেকেই বহু জিনিসপত্র ব্যাগে ভরে নিচ্ছে।
টার্গেট পক্ষ থেকে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ৬ মাসে তাদের সংস্থায় চুরির পরিমাণ বেড়েছে ১২০ শতাংশ।
এক সমীক্ষায় দেখা গিয়েছে, প্রশাসনিক ভুল কিংবা চুরির জেরে ২০২২ সালের তুলনায় খুচরো ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৯ কোটি ডলার। এই সময়ে শপিং মল বা স্টোরগুলিতে সংগঠিত চুরি বেড়েছে ২৬.৫ শতাংশ। পরিস্থিতি আরও খারাপ করে তুলেছে অতিমারি।