সন্ধান২৪.কম: : নিউইয়র্কের জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি তাদের সেবা কার্যক্রমের অংশ হিসেবে খাদ্য বিতরণ করেছে।
জ্যামাইকা মুসলিম সেন্টারের সামনে থেকে গত ২১ নভেম্বর শুক্রবার দুপুরে শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় গ্রোসারী সামগ্রী বিতরণ করা হয়।
এতে নেতৃত্বে দেন ফ্রেন্ডস সোসাইটির সভাপতি, কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী। খবর ইউএনএ’র।
উত্তর আমেরিকার থ্যাক্স গিভিং ডে সামনে রেখে গত ২১ নভেম্বর শুক্রবারের খাদ্য বিতরণের সময় দেশী-বিদেশী সর্বস্তরের বিপুল মানুষ লাইনে দাঁড়িয়ে খাবার গ্রহণ করেন। এসময় স্বেচ্ছাসেবী দলের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এসময় ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা ডা. ওয়াজেদ এ খান, মোহাম্মদ শহীদুল্লাহ, সাবেক সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জে মোল্লা সানি ও সহ সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ সহ অন্যান্য কর্মকর্তাদের মধ্যে শরীফ হোসেন, জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


