নিউইয়র্কে `বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’ ফুটবল খেলায় চ্যাম্পিয়ন ওজন পার্ক ফাইটার্স

সন্ধান২৪.কম : নিউইয়র্কে ১০ আগস্ট রোববার অনুষ্ঠিত হলো বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত গোল্ডেন এজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। এতে চ্যাম্পিয়ন হয়েছে ওজন পার্ক ফাইটার্স।

চুড়ান্ত খেলায় ওজন পার্ক ফাইটার্স‘র প্রতিদ্বন্দ্বী যুব সংঘ অনুপস্থিত থাকলে ওজন পার্ক ফাইটার্সকে চ্যাম্পিয়ন ঘোসণা করা হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়।

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সভাপতি দুলাল মিয়া (এনাম) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাস্টি মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আব্দুর রহীম বাদশা, উপদেষ্টা জুনেদ চৌধুরী, আনোয়ার হোসেন, রাজনীতিক আব্দুর নূর বড় ভূইয়া প্রমুখ।


নিউইয়র্ক সিটির র‌্যান্ডাল আইল্যান্ড ষ্টেডিয়ামে ফ্লাড লাইটে এই খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও খেলার নির্ধারিত সময়ের আগেই মাঠে উপস্থিত হয় ওজন পার্ক ফাইটার্স। খেলার নির্ধারিত সময়ে রেফারী উভয় দলকে মাঠে ডাকলেও ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বী যুব সংঘ অনুপস্থিত থাকলে আনুষ্ঠানিকতা শেষে ওজন পার্ক ফাইটার্সকে বিজয়ী ঘোষণা করা হয়।

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সভাপতি দুলাল মিয়া (এনাম) এবং সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকন জানান, নিয়ম অনুযায়ী ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বী যুব সংঘ এবং ওজন পার্ক ফাইটার্স‘র সাথে যোগাযোগ করা হয়। কিন্তু খেলার দিন বেলা তিনটা খেকে যুব সংঘ অজ্ঞাত কারণে আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। অনেক চেষ্টা করেও খেলার আগ মুহুর্ত পর্যন্ত তাদেরকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, এবারের গোল্ডেন এজ ফুটবল টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়। দলগুলো হলো: ব্র্রঙ্কস ইউনাইটেড, আইসাব, যুব সংঘ, গার্ডেন স্টেট এফসি, ফাইটারস ক্লাব, সন্দ্বীপ ইউনাইটেড, নোয়াখালী টাইগারস এবং স্পোর্টিং ক্লাব।

 

Exit mobile version