দি বাংলা ভয়েসঃ গত ১৬ নভেম্বর নতুন প্রজন্মের সমন্বয়ে শাস্ত্রীয় নৃত্য ও সংগীতের দৃষ্টিনন্দন এক ‘ধ্রুপদী’সন্ধার আয়োজনে বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস ( বিপা )।

নিউইয়র্কের জ্যামাইকার পারফমিং আর্টস সেন্টারে এই ‘ধ্রুপদী; নৃত্য আসর বসে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে শেকড়ের সাথে পরিচয় করে দেয়ার উদ্দেশ্য নিয়েই এই আয়োজন করা হয়।

আমেরিকায় বাংলা সংস্কৃতি ও শাস্ত্রীয় শিল্পর ধারাকে তুলে ধরার ব্রত নিয়ে এই আয়োজনে ছিল ভারতীয় উপমহাদেশের ভারত নট্যম,কথক, মণিপুরি, ভরতনাট্যম, ক্লাসিক্যাল ফিউশন, ভোকাল রাগ ইমনসহ বিভিন্ন ঘরানার নৃত্য ও সংগীত। শিশু থেকে পৌঢ় যারাই অংশ নিলেন সবার পারফরম্যান্স ছিল দেখার মতো।

টানা তিন ঘন্টার পরিবেশনায় বক্তব্য রাখেন বিপার এ্যানি ফেরদৌস,সেলিনা আশরাফ, নিলুফার ইয়াসমিনসহ উপস্থিত সুধীবৃন্দ।


