নিউইয়র্কে ‘শেখ মুজিবের বাংলায়’ মহাকাব্যের প্রকাশনা উৎসব

সন্ধান২৪.কম: নিউইয়র্কের প্রবাসী শিল্পী ও কবি নিখিল রায় রচিত মহাকাব্য ‘শেখ মুজিবের বাংলায়’ মহাকাব্যের প্রকাশনা উৎসব হলো।

শুক্রবার ২৭ অক্টোবর সন্ধায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠানের শুরুতেই বইটির পেক্ষাপট,রচনাশৈলী এবং বইটির রচনার ইতিহাস নিয়ে বক্তব্য রাখেন ‘শেখ মুজিবের বাংলায়’ মহাকাব্যের রচয়িতা নিখিল কুমার রায়।


বইটির আনুষ্ঠানিক ভাবে মোড়ক উন্মোচন করেন মুক্তিযোদ্ধা ও লেখক ড.মহসীন আলী,এসময় অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিরা তার সাথে ছিলেন।
আলোচনায় অংশ গ্রহন করেন,ড. দ্বীজেন ভট্টাচার্য্য, ড.মহসীন আলী, মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি,লেখক শিতাংসু গুহ,ড. ওবায়দুল্লাহ মামুন, ড. প্রদীপ রঞ্চন কর,মুক্তিযোদ্ধা নুরুল আমিন, খোরশেদ আলম বাবুল,আইরীন পারভিন, মোহাম্মদ আলী সিদ্দিকী,অবিনাশ আচার্য্য প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন শাহ মাহবুব,মনিকা রায়,সবিতা সুত্রধর,রবি শংকর প্রমূখ।
‘শেখ মুজিবের বাংলায়’ মহাকাব্যে ১০টি পর্বে মোট ৭০টি কবিতা স্থান পেয়েছে। কলকাতার আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটির প্রচ্ছদ করেছেন কৃষ্ণা আর্ট, মূল্য ৩০ ডলার রাখা হয়েছে।

Exit mobile version