সন্ধান২৪.কম: শো-টাইম মিউজিক আয়োজনে এবং গোল্ডেন এজ হোম কেয়ারের ব্যবস্থাপনায় গত ১২ মে নিউইয়র্কের জ্যামাইকার মেরি লুইস একাডেমিতে অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এবং সাপ্তাহিক আজকাল পত্রিকার সম্পাদক শাহ্নেওয়াজ। অনুষ্ঠানটির গ্র্যান্ড স্পন্সর ছিলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম। অনুষ্ঠান উদ্ধোধন করেন আশা হোম কেয়ার এবং সাপ্তাহিক সাদাকালোর প্রধান সম্পাদক আকাশ রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, কুইন্স কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, জেবিবিএর একাংশের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী তারেক হাসান খান, বিশিষ্ট ব্যবসায়ী ও মাম’স রেস্টুরেন্টের অন্যতম স্বত্বাধিকারী লিটু চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল চৌধুরী, লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব, কমিউনিটি অ্যাকটিভিস্ট রাব্বি সৈয়দ প্রমূখ।
শো-টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম স্বাগত বক্তব্যে বলেন, নিউইয়র্কবাসীকে সংস্কৃতিতে ও মননে সমৃদ্ধ করতে এই মেলার আয়োজন। পাশাপাশি শিশু-কিশোরদের বাঙালির ইতিহাস-ঐতিহ্যকে জানানোর জন্য এই মেলা।
শাহ নেওয়াজ বলেন, বৈশাখী মেলা বাঙালির চিরায়ত প্রাণের মেলা। এই ধরণের আয়োজনে বাঙালি তার নিজের শেকড়কে খুঁজে পায়।
নূরুল আজিম বলেন, এই ধরনের অনুষ্ঠান প্রবাসে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের জন্য খুবই প্রয়োজন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মধ্যে সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা সম্পাদক রানোনেওয়াজ, শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, চন্দ্রা রায়, অনিক রাজ, কামরুল ইসলাম, মিতু মাহমুদ ও শিশু শিল্পী লিয়ানা। বাংলাদেশের কণ্ঠশিল্পী বন্যা তালুকদার এবং বিন্দু কনা সঙ্গীত পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে শুরু হয় র্যাফেল ড্র।
পুরো অনুষ্ঠানটি পরিচালিত করেন শারমিন সিরাজ সোনিয়া ও মিয়া মোহাম্মদ দুলাল। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন কুইন্স ডেমোক্রেটিক লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলা হোম কেয়ার, সিলেট মোটরস, মাছওয়ালা, রহমান মালিক, বাংলা ট্রাভেলস, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খলিলুর রহমান, এস এস ব্রোকারেজের শ্যামল তালুকদ, মিনা ফুডস, নবান্ন রেস্টুরেন্ট, নবান্ন রেস্টুরেন্ট, আব্দুর রশিদ বাবু, রিদওয়ান হক, কোর ভিশন, সিপিএ চিশতি, খোকন চৌধুরী, ডিউক খান, হাসান জিলানী, সাংবাদিক আকবর হায়দার কিরণ প্রমুখ।
এই মেলায় প্রবাসী বাংলাদেশিরা বাঙালি পোশাকে অংশগ্রহণ, সেই সঙ্গে মেলার বিভিন্ন স্টলে কেনাকাটা করেন। বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত নানা আয়োজনে চলে এই মেলা।