নিউইয়র্কে ‘সাউথ এশিয়ান ফর জোহরান’ কমিটির আহবায়ক খালিদ সদস্য সচিব দেলোয়ার

সন্ধান২৪.কম: নিউইয়র্কে খালিদ আজমকে আহবায়ক এবং  সদস্য ফখরুল ইসলাম দেলোয়ারকে সচিব করে  ২৬ সদস্য সাউথ এশিয়ান ফর জোহরান কমিটি গঠন করা হয়।

গত আগস্ট ২৩ শনিবার, সন্ধ্যা সাড়ে আটটায় সানাই রেস্টুরেন্টে  ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান‘র সঞ্চালনায় এই কমিটি হয়। সাউথ এশিয়ার বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলংকা, নেপাল, পাকিস্তান এবং আফগানিস্তানের প্রতিনিধিরা এই মতবিনিময় সভায় উপস্থিতি ছিলেন।

ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান তার স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাকিস্তানি এটর্নি খালেদ আজম,ডেরা রেস্টুরেন্টের ওনার শফিউল্লাহ মাহমুদ, আব্দুর রহিম হাওলাদার, দীপক শর্মা, ওরমা কামতা, নেপালি কমিউনিটির ওরগান সেপ্রা, তুলসী চক্রদার শ্রীলংকা  কমিটির আরসাত, সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ, এটর্নি মঈন চৌধুরী, ফখরুল ইসলাম দেলোয়ার, কাজী ফৌজিয়া, রিটায়ার্ড পুলিশ কর্মকর্তা শামসুল হক, তরিকুল হোসাইন বাদল, ফারহান আব্দুর রহমান প্রমুখ।

সবার সম্মতিক্রমে খালিদ আজমকে আহবায়ক এবং (পাকিস্তান), সদস্য সচিব করে ফখরুল ইসলাম দেলোয়ারকে (বাংলাদেশ) ২৬ সদস্য সাউথ এশিয়ান ফর জোহরান কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে বক্তরা বলেন,এন্ড্রোকমোর পক্ষ থেকে প্রায় ওয়ান মিলিয়ন নিউ ভোটার রেজিস্ট্রেশন করা হয়েছে যা, আমাদের মামদানিকে জেতার জন্য অবশ্যই আমাদেরকে তার চাইতে বেশি ভোটার রেজিস্ট্রেশন করতে হবে এবং সবাইকে একযোগে সেই ব্যাপারে কাজ করতে হবে।

Exit mobile version