নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের ভোটে সভাপতি রাসেল সা.সম্পাদক মশিউর

সন্ধান রিপোর্ট ঃ নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ২০-আর২ এর এক্সিকিউটিভ কমিটি ২০২৫ সালের নির্বাচনে সভাপতি পদে জে এফ এম রাসেল ও সেক্রেটারি পদে মশিউর রহমান মজুমদার নির্বাচিত হয়েছেন।

গত ২৭ জুন মঙ্গলবার জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত নির্বাচনে ১৩৬টি ভোটের মধ্যে ১২৮জন ভোটার তাদের রায় প্রদান করেন।
সাধারন সম্পাদক পদে প্রায় তিনগুণ বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হন মশিউর রহমান মজুমদার। সভাপতি পদে জে এফ এম রাসেল ১৯ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়।
অ্যাটর্নি মঈন চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।


নির্বাচনে সভাপতি পদে জেএফএম রাসেল ৭৪ ভোট এবং তার প্রতিদ্ব›দ্বী এম এস আলম পেয়েছেন ৫৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান মজুমদার প্রায় তিনগুণ ভোট বেশি পেয়ে জয়ী হন। তিনি পেয়েছেন ৯৪ ভোট এবং তার প্রতিদ্ব›দ্বী আহমেদ সোহেল পেয়েছেন ৩৪ভোট।
ডাইরেক্টর পদে অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, এটিএম হেলালুর রহমান, এমডি মফিজুর রহমান, ডেইজি ইসলাম, কামরুল হাসান এমডি এ জামান, এমডি মনিরুল ইসলাম, মোঃ হোসেন জাকির, মোঃ এম এ কাশেম, মোঃ এহসানুল হক বাবুল, মোঃ আকাশ রহমান প্রমুখ।
এছাড়া বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন, জয়েন্ট সেক্রেটারি এডমিন পদে-গোলাম হায়দার মুকুট, জয়েন্ট সেক্রেটারি প্রজেক্ট পদে আবু বক্কর সিদ্দিক, টেলটুইস্টার পদে-জাহাঙ্গীর জয়, ট্রেজারার পদে-মাসুদ রানা তপন, মেম্বারশিপ চেয়ার পদে আনিসুর রহমান টনি, ক্লাব সার্ভিস চেয়ার পার্সোনাল পদে মিজানুর রহমান, এলসিআইএফ পদে অনিক রাজ।
নির্বাচনী কার্যক্রম সমাপ্তি কালে প্রধান নির্বাচন কমিশনার অ্যাটর্নি মঈন চৌধুরীর সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Exit mobile version