নিউইয়র্ক সিটির আউটডোর ডাইনিং ব্যবস্থার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সিটিতে বসবাসরত ৩৫ জন নাগরিক গত ২৯ জুলাই এই মামলা দায়ের করেন। করোনা মহামারির সময় সিটিতে রেস্টুরেন্ট সংলগ্ন ফুটপাথ বা খালি জায়গায় অস্থায়ী তাঁবু নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছেল।
অর্থনৈতিক চাঞ্চল্য ধরে রাখার জন্য গত ফেব্রুয়ারি মাসে এ ব্যবস্থাটি স্থায়ী করে নির্বাহী আদেশ জারি করা হয়। ক্ষুব্ধ নাগরিকরা মনে করছেন, এমন ব্যবস্থার ফলে সিটির জন চলাচল ও যান চলাচল ব্যাহত হচ্ছে। ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে।
পরিচ্ছন্নতার দিক থেকেও নিউইয়র্ক সিটির নাজুক অবস্থা। সর্বত্র রেস্টুরেন্টের পাশে আবর্জনার স্তূপ জমা পড়ছে। ইঁদুরের উপদ্রব বাড়ছে। এসব কারণ দেখিয়ে ৩৫ জন নাগরিকের একটি দল ব্যবস্থাটি বাতিলের জন্য আদালতে আবেদন করেছেন।