পর্ন সাইটে ঢুকতে লাগবে প্রমাণ

সন্ধান ২৪.কম:যুক্তরাজ্যের সংসদে পাসের জন্য উত্থাপন হতে যাচ্ছে ‌‌’অনলাইন সেফটি বিল’। শিশু-কিশোরদের পর্নোগ্রাফি থেকে দূরে রাখার জন্য থাকছে একটি ধারা। যাতে সকল পর্নোগ্রাফি ওয়েবসাইটে বয়সের প্রমাণ ছাড়া কেউ প্রবেশ করতে না পারে। ওয়েবসাইটগুলোতে ক্রেডিট কার্ড অথবা তৃতীয় পক্ষীয় কোনো সেবার মাধ্যমে বয়সের প্রমাণ যাচাই ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না।

যে সকল ওয়েবসাইট এই নিয়ম মানবে না তাদেরকে লভ্যাংশের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে। শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে কাজ করে থাকে এমন কয়েকটি গ্রুপ বেশ কয়েক বছর ধরেই পর্নোগ্রাফি সাইটে বয়স যাচাইয়ের কঠোর ব্যবস্থা করার জন্য চাপ দিয়ে আসছে। এখনকার যাচাই ব্যবস্থা যে কেউ চাইলেই পাশ কাটাতে পারে, এর ফলে শিশুরাও পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছে । এর আগে ২০১৯ সালেও এ ধরনের বিল উত্থাপন করা হয়েছিল, যদিও তা পাস হয়নি।

 

Exit mobile version