সন্ধান২৪.কমঃ আমের নাম মিয়াজাকি। জাপানের প্রজাতি। এর একটি আমের ওজন ৩৫০ গ্রামের কম নয়। দু’টি আমের একটি বাক্সের দাম পড়তে পারে ৩ লক্ষ টাকা পর্যন্ত। বিশেষজ্ঞদের বিচারে বিশ্বের সবচেয়ে দামি আম এই মিয়াজাকিই।
আম ও আমের চারা পাহারা দেওয়ার জন্য নিরাপত্তা বাড়িয়েছে এক দম্পতি। সেই লক্ষ্যে ৯টি কুকুর ও তিন জন নিরাপত্তারক্ষী নিয়োগ দিয়েছে তারা। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের জাবালপুরে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।
সেখানে বলা হয়েছে, দম্পতিটির বাগানে যে আম রয়েছে সেটির নাম হলো মিয়াজাকি আম বা তাইয়ো না তামাগো বা সূর্যের ডিম। গত বছর আন্তর্জাতিক বাজারে এগুলো প্রতি কেজি ২.৭০ লাখ রুপি করে বিক্রি হয়েছিল।
একে বিশালাকৃতি ডিম ভেবেও ভুল করতে পারেন আপনি। জাপানে অবশ্য একে আদর করে ‘তাইও-নো-তোমাগো’ অর্থাৎ ‘সূর্য কিরণের ডিম’ বলে ডাকা হয়।
কয়েক বছর আগে রানি ও সঙ্কল্প পরিহর নামের এই যুগলকে দুটি আমের চারা উপহার দিয়েছিল এক ট্রেন যাত্রী। এটির আমের যে এত দাম তা তখন তাদের জানা ছিল না।
বর্তমানে তাদের বাগানে এমন ১৫০টি চারা রয়েছে। অবশ্য মাত্র চারটি গাছে আম ধরেছে।
স্থানীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এই দম্পতি জানান, গত বছর চুরির ঘটনা তাদের এ বছর নিরাপত্তা বাড়াতে বাধ্য করেছে। সে সময় স্থানীয় ও আশপাশের বাসিন্দারা কিছু ফল চুরি করেছিল।