সন্ধান২৪.কম : “পিপিপি লোনের হিসাব চাওয়ায় মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গোল্ডেন এইজ হোমকেয়ার প্রেসিডেন্ট এবং সিইও শাহ নেওয়াজ। এক প্রেস বিজ্ঞপ্তিতে গোল্ডেন এইজ হোমকেয়ার প্রেসিডেন্ট এবং সিইও শাহ নেওয়াজ জানান, পিপিপি লোনের হিসাব চাওয়ায় মামলা” এই শিরোনামে কিছুদিন আগে সদ্য জেল থেকে জামিন নিয়ে আসা “পার্থগুপ্ত” একটি অনলাইন নিউজ পোর্টালে আমার ছবি লাগিয়ে উদ্দেশ্যমুলকভাবে একটি নিউজ প্রচার করে আমার বিরুদ্ধে। অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য। আমার ব্যবসার ক্ষতি এবং পাশাপাশি আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার জন্য। সত্য গোপন করে এবং যথার্থই যাচাই না করে আমার সম্পর্কে যে সংবাদ প্রকাশ হয়েছে, আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রেস বিজ্ঞপ্তিতে শাহ নেওয়াজ উল্লেখ করেন, নিউজ পোর্টালে বেঙ্গল হোমকেয়ারের পিপিপি লোন নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। পিপিপি লোন আসে বেঙ্গল হোম কেয়ারের তৎকালীন মালিকের কাছে। এপ্রিল মাসে আমাদের সকল সত্বা (শেয়ার) তৎকালীন অর্থাৎ বর্তমান মালিকের কাছে বিক্রি করে দিয়ে চলে আসি। সেখানে পার্থগুপ্তের ১০% শেয়ার ছিলো। যদিও বর্তমান মালিক কখনও স্বীকার করেননি পার্থগুপ্ত ১০% শেয়ারের মালিক। কারণ তাকে (পার্থগুপ্ত) নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে বলা হয়ে থাকে যে, বেঙ্গলের বর্তমান মালিকের শর্ত অনুযায়ী ৬মাসে এতোজন ক্লায়েন্ট এনে দিতে পারলে শেয়ার দিবেন। কিন্তু পার্থ সেই সর্ত পূরণ করতে পারেন নি। তার পরেও সৌজন্যতার জন্য বেঙ্গলের বর্তমান মালিক পার্থকে ১০% শেয়ারের টাকা দেন এবং আমরা সেখান থেকে চলে আসি। আপনারা জানেন যে, লোন কখনও ডিরেক্টরদের মাঝে ভাগ হয় না। বেঙ্গল হোমকেয়ার এর মালিক মে মাসের ২১ তারিখ লোন এপ্রুভাল পান। এবং লোনের টাকা জুলাই মাসের শেষ সপ্তাহে তার ব্যাংকে জমা হয়। আর আমরা চলে আসছি এপ্রিল মাসে। অর্থাৎ আমরা কোম্পানির সমস্ত শেয়ার বিক্রি করে দেয়ার তিন (৩) মাস পর বর্তমান মালিক লোনের টাকা পান। তাহলে তখনকার মালিক কেনো সেই লোনের ভাগ আমাদের দেবে?
শাহ নেওয়াজ জানান, একজন সাংবাদিক পিপিপি লোনের নিয়ম-কানুন এবং সঠিক তথ্য না জেনে কোনোরকম মিথ্যা তথ্য প্রকাশ করা আইননুসারে সম্পূর্ণ অপরাধ। অতএব নিউজ পোর্টালকে প্রতিবাদ প্রকাশ জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যতায় প্রতিবাদ প্রকাশ না করার সর্তে আমি আইনানুগ ব্যাবস্থা নিবো। প্রেস বিজ্ঞপ্তি।