সন্ধান২৪.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে নির্বাচনী বিতর্কের মাত্র কয়েকদিন আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক প্ল্যাটফর্মে একটি সতর্কবার্তা পোস্ট করে বলেছেন, এই নির্বাচনে যারা অনৈতিক আচরণে জড়িত থাকবে তাদের তিনি কারাগারে পাঠাবেন এবং নির্বাচনটি নিবিড় পর্যবেক্ষণের আওতায় থাকবে। খবর এপি।
ট্রাম্প তার পোস্টে বলেন, আমি জিতলে প্রতারকদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেয়া হবে। এর মধ্যে দীর্ঘমেয়াদী কারাদণ্ডও থাকবে, যাতে ন্যায়বিচারের এ ধরনের অবক্ষয় আর কখনো না ঘটে। তিনি আরো বলেন, নির্বাচনে প্রতারণা খুবই বিরল ঘটনা হলেও এবার এ ব্যাপারে তার মনে সন্দেহ সৃষ্টি হয়েছে।
রিপাবলিকান এই প্রার্থী বলেন, দয়া করে সতর্ক থাকুন। এই আইনি দায় আইনজীবী, রাজনৈতিক কর্মী, দাতা গোষ্ঠী, অবৈধ ভোটার এবং দুর্নীতিগ্রস্ত নির্বাচন কর্মকর্তাদের ওপরও প্রযোজ্য। যারা অনৈতিক আচরণে জড়িত থাকবে তাদের খুঁজে বের করা হবে, ধরা হবে, এবং আমাদের দেশের ইতিহাসে আগে যা দেখা যায়নি সেই মাত্রায় তাদের বিচার করা হবে।
ট্রাম্পের এই বক্তব্য ইঙ্গিত দেয় যে, তিনি দ্বিতীয় মেয়াদে জয়ী হলে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে প্রতিশোধ নেবেন। ২০২০ সালের নির্বাচনে প্রতারণার কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছিল, এমন কোনো প্রমাণ না থাকলেও ট্রাম্প এরকম দাবি বারবার করেছেন। প্রকৃতপক্ষে, বেশ কয়েকটি আদালত, রিপাবলিকান রাজ্য কর্মকর্তারা এবং তার প্রচারণা দল বলেছে যে, তিনি ন্যায্যভাবে পরাজিত হয়েছেন।
কয়েকদিন আগেই ট্রাম্প নিজেও একটি সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে, তিনি সামান্য ব্যবধানে হেরেছিলেন।
ট্রাম্পের প্রচারণা সহকারী এবং মিত্ররা তাকে কমলা হ্যারিসের সঙ্গে প্রথম ও সম্ভবত একমাত্র বিতর্কের দিকে এবং মূল্যস্ফীতি ও সীমান্ত নিরাপত্তার মতো বিষয়গুলোতে মনোযোগ কেন্দ্রীভূত করার পরামর্শ দিয়েছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে সে পরামর্শে ট্রাম্প খুব একটা কর্ণপাত করছেন না।
গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে ট্রাম্প এক বিস্ময়কর বিবৃতি দিয়েছেন। অতীতের একাধিক যৌন অসদাচরণের অভিযোগ তুলে ধরেন তিনি এবং বেশ কিছু গ্রাফিক বিবরণও দেন। তবে অভিযোগকারীদের দাবি অস্বীকার করেছেন ট্রাম্প। এর আগে, তিনি একটি আদালতে স্বেচ্ছায় হাজির হন। সেখানে তার বিরুদ্ধে যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত হওয়া একটি রায়ের আপিলের শুনানি চলছিল। নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে এসে ট্রাম্পের আইনি সমস্যাগুলো আরো স্পষ্ট হয়ে ওঠেছে।