সন্ধান২৪.কম: প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার পর যুক্তরাষ্ট্র সফর করছে দেশের ঐতিহ্যবাহী ব্যান্ড দল সোলস। দুই মাসের মার্কিন মুলুকের বিভিন্ন স্টেট সফর শেষে এবার নিউইয়র্ক মাতাবে গায়ক পার্থ বড়–য়ার নেতৃত্বে থাকা ব্যান্ড দলটি। আগামী ২ জুন রোববার জ্যামাইকার মেরি লুইস একাডেমি হলে সোলস লাইভ সংগীত পরিবেশন করবে বলে জানিয়েছে আয়োজক সংগঠন দেশী মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট এবং গ্যালাক্সি মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট।
এ উপলক্ষে গত মঙ্গলবার জ্যাকসন হাইটসের রিভারটেল হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষে এই সংগীত আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন বদরুদ্দোজা সাগর ও মো: জামান মনির। সোলস থেকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন পার্থ বড়ুয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজনের টাইটেল স্পন্সর গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ এবং গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ।
আয়োজকরা জানান, এক মাসের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের শো করেছে সোলস। সেসব শো ছিল কানায় কানায় পূর্ণ। যুক্তরাষ্ট্রের বাংলাভাষাভাষী মানুষ জানে জনপ্রিয় ব্র্যান্ড দলটি এখন যুক্তরাষ্ট্রে রয়েছে। তাদের সফরের শেষ ভাগেই নিউইয়র্কের এই শো আয়োজন করা হয়েছে। আশা করা যায় নিউইয়র্কের জমকালো লাইভ আয়োজন দর্শকরা প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। শোটি মানুষ অনেকদিন মনে রাখবে।
পার্থ বড়ুয়া বলেন, ঐতিহ্যবাহী ব্যান্ড দল সোলস অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পর যুক্তরাষ্ট্র সফর করছে। এ সফরে মোট ১৫টি শো করবে সোলস। গত ১৪ এপ্রিল মিয়ামিতে বর্ষবরণের অনুষ্ঠানের মাধ্যমে শো শুরু হয়। গত একমাসের বেশি সময় ধরে আমরা মিয়ামি, ভার্জিনিয়া, ইন্ডিয়ানাপলিস, হিউস্টন, এডেন, সিয়াটল, বোস্টন, ডেনভার, অরল্যান্ডোতে শো করেছি। সামনে আরো তিনটি স্টেজশো থাকবে। এছাড়া ৫০ বছর উপলক্ষ্যে দর্শকদের জন্য মোট নতুন ৫০টি নতুন গানও রিলিজ করবে সোলস।
অনুষ্ঠানে আজকাল সম্পাদক শাহ নেওয়াজ বলেন, সোলস সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। আশাকরি শোতে নিউইয়র্কের মানুষ অনেক মজা করবে, একটি সুন্দর সন্ধ্যা উপভোগ করবে। এমন আয়োজন যুক্ত হতে পেরে আনন্দিত জন্য আয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ।
রানো নেওয়াজ বলেন, সোলস শুধু সোলসই। তাদের গান দিয়ে নিউইয়র্কের দর্শকদের মাতিয়ে তুলবে এ আশাই করি।
নিউইয়র্কের এ আয়োজনে সহায়তা করছে গোল্ডেন এজ হোম কেয়ার, রিভারটেল, রিয়েল স্টেট ইনভেস্টর নুরুল আজিম, উৎসব ডট কম, এথনিক ফুড (মাছওয়ালা), খলিল বিরিয়ানি হাউজ, সেলাক্স, ফেউমা, এলেক্সো লাইফ স্টাইল, ফ্লিক্সা ও সেভ দা স্মাইল। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সাপ্তাহিক আজকাল, সাপ্তাহিক ঠিকানা এবং আরটিভি।
প্রায় দুই মাসের সোলসের যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন পার্থ বড়–য়া, মীর মাসুম, আহসানুর রহমান আশিক, মারুফ তালুকদার রিয়েল ও শামীম আহমেদ। দেশে ফিরেই ভক্তদের জন্য নতুন গান প্রকাশ করবে সোলস।